রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন

নেতৃত্বে প্রতিযোগিতায় কেউ হারবে কেউ জিতবে – আনোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন বলেন,আওয়ামী লীগ একটি পরিবার। এখানে সবাই নেতৃত্বে প্রতিযোগিতা করে।নেতৃত্বে প্রতিযোগিতা কেউ হারবে কেউ জিতবে। সবাই যদি ওই প্রতিযোগিতা জিততে চাই তাহলে প্রতিযোগিতা আর থাকে না।সম্মেলনে কেউ পদ পাবে কেউ পাবে না।এ নিয়ে একজন আরেকজন থে‌কে দুরে সরে গেলে চলবে না।যেহেতু সংগঠন করি আওয়ামী লীগের পতাকা তলে থাকতে চাই।রাজনীতিতে মান অভিমান স্বাভাবিক ব্যাপার।দলের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে দলের কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাই।এ জ্বালা সহ্য করে শেখ হাসিনা আর্দশ প্রতিষ্ঠা করতে সব জ্বালা ভুলে মাঠে নেমে আসি।

শুক্রবার(১০ফেব্রুয়ারি) বিকালে বন্দরের ২০নং ওয়ার্ডস্হ দড়িসোনাকান্দা সড়কে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ১৯,২০,২১নং ওয়ার্ডের এি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ খোকন সাহা। বিশেষ অতিথি ছিলেন বন্দর উপজেলার চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশীদ।

এ সময় উপস্থিত ছিলেন মাহমুদা মালা, শেখ হায়দার আলী পুতুল, জি এম আরমান, আহসান হাবিব, হুমায়ুন মৃধা, ধর্ম বিয়ষক সম্পাদক আব্দুর রশীদ, হান্নান আহমদ দুলাল, বিদ্যুৎ,শাখাওয়াত হোসেন সুমন ও বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদ,আওয়ামী নেতা খোকন প্রমূখ।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি প্রার্থী সাবেক ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা ফয়সাল আহমেদ সাগর ও একই পদের প্রার্থী আলমগীর হোসেন।২০নং ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি প্রার্থী সোহেল করিম রিপন,একই পদের জহিরুল ইসলাম জহির মুন্সী,২১নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি প্রার্থী সালাউদ্দিন ও নাজমুল হাসান আরিফসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: