প্রিন্ট নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হাজীগঞ্জ বাজার এলাকায় সড়ক ও জনপথের নির্মিত নতুন সড়কের পাশে সরকারি জমি ভরাটে জলাবদ্ধতার আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয় কতিপয় ব্যক্তি ওই সরকারি জমি রাবিশ ও বালু ফেলে ভরাট করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে আসন্ন বর্ষা মৌসুমে ওই এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা করছেন এলাকাবাসী।
জানা গেছে, হাজীগঞ্জ বাজার এলাকায় সড়ক ও জনপথের নির্মিত নতুন সড়কের পাশে সরকারি জমি ভরাট করেছে হাসু তথা খাজা সাহাবুদ্দিন গং এবং এবিএম নুরুল হুদার ছেলে আলালের ভাইয়েরা। ওই সরকারি জমি ভরাটের কারণে পেছনে থাকা মসজিদসহ আশেপাশের বসতিতে জলাবদ্ধতার আশঙ্কা করছেন এলাকাবাসী। সরকারি ওই জমিতে রাবিশ ও বালু ফেলে ভরাট করা হচ্ছে।
এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি অ্যাডভোকেট মজিদ খন্দকার জানান, আমাদের মসজিদের পয়ঃনিষ্কাশনের পানিসহ এলাকাবাসীর পানি নিষ্কাশন হতো যে স্থানটি দিয়ে সেখানে ভরাট করা হচ্ছে। আমরা এ বিষয়ে বাধা দিয়েছি যাতে ভরাট করা না হয়। স্থানীয় এলাকাবাসী জানান, নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে হাজীগঞ্জ হয়ে সিদ্ধিরগঞ্জ পর্যন্ত সড়ক ও জনপথের নতুন নির্মিত সড়কটির বেশ কিছু অংশ জুড়ে ময়লা ফেলা হচ্ছে। যার মধ্যে হাজীগঞ্জ বাজার এলাকায় নাসিকের পরিচ্ছন্ন কর্মীরা সেখানে নিয়মিত ময়লা ফেলছে। ওই এলাকায় বর্তমানে ময়লার স্তূপের কারণে এলাকাবাসীর ত্রাহি দশা। তবে নাসিকের ময়লার সমস্যা দূর হলে অর্থাৎ নাসিকের বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প চালু হলে সরকারি ওই জমিটিতে এলাকাবাসীর জন্য ঈদগাহ নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নাসিকের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তবে ওই এলাকায় বর্তমানে দখলের পায়তারা করছেন স্থানীয় প্রভাবশালীরা। যে কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের দেখা দিয়েছে। এ বিষয়ে নাসিকের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।