শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন

মুজিব শতবর্ষ উপলক্ষে ময়মনসিংহে শত বলের ক্রিকেট

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ক্রিকেট ঐতিহ্যে নতুন প্রাণ ফেরাতে মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত হচ্ছে ১০০ বলের ক্রিকেট। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে মাঠে গড়াবে ওয়ালটন ময়মনসিংহ প্রিমিয়ার লিগ (এমপিএল) ম্যাচ।

ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমএমসিএ)-এর আয়োজনে পাঁচদিনের আসরের ফাইনাল হবে ২৫ ডিসেম্বর। ছয় দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে এই টুর্নামেন্টে। এ-গ্রুপে ময়মনসিংহ টাইগারস, ময়মনসিংহ থান্ডারস, ময়মনসিংহ সিক্সারস। বি-গ্রুপে লড়বে ময়মনসিংহ রাইডার্স, ময়মনসিংহ ওয়ারিয়র্স ও ময়মনসিংহ ঈগলস।

জাতীয় দল ও অনূর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য সৈকত আলী ও ইলিয়াস সানি খেলবেন ময়মনসিংহ ঈগলসে। সাব্বির রহমান ও পারভেজ হোসেন ইমন ময়মনসিংহ রাইডার্সে, নাসির হোসাইন, আজমির আহমেদ ও তানজিদ হাসান তামিম ময়মনসিংহ সিক্সার্সে, শুভাগত হোম ও তৌহিদ হৃদয় ময়মনিসংহ থান্ডারে, মোহাম্মদ আশরাফুল ও রাকিবুল হাসান ময়মনিসংহ টাইগার্সে এবং আকবর আলী ও আরাফাত সানি ময়মনসিংহ ওয়ারিয়র্সে খেলবেন।

গ্রুপ পর্বে প্রতিদিন দুটি করে খেলা হবে। সকাল পৌনে ১০টা ও দুপুর সোয়া ১টায় শুরু হবে খেলা। গ্রুপ পর্বের সব খেলা সরাসরি সম্প্রচার করা হবে এমপিএল-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। দুটি সেমিফাইনাল ও ফাইনাল সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

ওয়ালটন ময়মনসিংহ প্রিমিয়ার লিগ (এমপিএল) পাওয়ারড বাই ফাস্ট ওয়াশ। সোমবার সকাল সোয়া ৯টায় সার্কিট হাউস মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করবেন গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার আহমার উজ্জামান, জাতীয় দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ জাভেদ ওমর বেলিম প্রমুখ।

টুর্নামেন্টের বিভিন্ন তথ্য তুলে ধরতে রোববার ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমএমসিএ)-এর সভাপতি দিলিপ পান্ডে, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ফারুক খান পাঠান ও টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা এবং জাতীয় দলের সাবেক ক্রিকেটার সারোয়ার হোসেন ও আনোয়ার হোসেন। চৌধুরী প্রমুখ।

টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার সারোয়ার হোসেন বলেন, মুজিববর্ষ উপলক্ষে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রথম ১৫ অভার ৬ বলে হবে। পরের অভার হবে ১০ বলে। ১০০ বলের খেলা হবে। এই টুর্নামেন্ট সফলভাবে করতে পারলে নিয়মিত আয়োজন করার চেষ্টা থাকবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: