মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ন

বার্সার জার্সিতে পেলের বিশ্বরেকর্ড স্পর্শ করলেন মেসি

খেলাধুলা
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ২৮৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ বার্সিলোনার হয়ে ৬৪৩ গোল করে শনিবার রাতে পেলের বিশ্বরেকর্ড ছুঁলেন মেসি। এরপরই কিংবদন্তি পেলের কাছ থেকে পেলেন বিশেষ বার্তা।
শনিবার রাতে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে নিজের বার্সিলোনা কেরিয়ারের ৬৪৩ তম গোলটি করেন মেসি। এই একই সংখ্যক গোল ফুটবল সম্রাট পেলে করেছিলেন ব্রাজিলের বিখ্যাত ক্লাব স্যান্টোসের হয়ে। যা কিনা এখনও পর্যন্ত এক ক্লাবের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ড হিসেবে নথিভুক্ত আছে। শনিবার সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন মেসি। লিও যে খুব শীঘ্রই ফুটবল সম্রাটের এই রেকর্ড ভেঙেও দেবেন, সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না। আরও তাৎপর্যপূর্ণ হল, মেসি এই বিপুল সংখ্যক গোল করেছেন পেলের থেকে অনেক কম সময়ে। স্যান্টোসের জার্সি গায়ে পেলে যেখানে ১৯ টি মরশুম খেলেছেন, সেখানে মেসি বার্সার জার্সিতে খেলেছেন ১৭ টি মরশুম। ৭৪৮ ম্যাচে ৬৪৩ গোলের এই অনবদ্য রেকর্ড এরপর অন্য কারও পক্ষে ভাঙাটা যে খুব কঠিন হবে, সেটা একবাক্যে মেনে নিচ্ছেন পেলেও।

ইনস্টাগ্রামে ব্রাজিলিয়ান কিংবদন্তি লেখেন, ‘‌হৃদয় যখন ভালবাসায় উপচে পড়ে তখন রাস্তা বদলে ফেলা মুশকিল। তোমার মতো আমিও জানি একই জার্সি দিনের পর দিন গায়ে চাপানোর মধ্যে যে ভাল লাগা, তার অনুভূতি। তোমার মতো আমিও জানি যে ক্লাবকে নিজের ঘর বলে আমরা মনে করি, সেখানে দীর্ঘদিন ধরে থাকার অনুভূতি। সেই অনুভূতির চেয়ে ভাল কিছু হয় না।’‌ পেলে আরও লিখেছেন, ‘‌লিওনেল, ঐতিহাসিক এই রেকর্ডের জন্য তোমাকে অভিনন্দন। তারও আগে অভিনন্দন বার্সিলোনায় সুন্দর কেরিয়ারের জন্য। আমাদের মতো একই ক্লাবকে দীর্ঘসময় ধরে ভালবেসে যাওয়ার গল্পগুলো দুর্ভাগ্যজনকভাবে ফুটবলে বিরল হয়ে উঠছে। তোমাকে অনেক শ্রদ্ধা, লিওনেল।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: