মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে ১৫০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৩৬ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর “খ” জোনের অভিযানে ১৫০ বোতল ফেনসিডিলসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার দিসা বন্দর গ্রামের রফিকুল ইসলাম হিরু মিয়ার ছেলে মো. সাইমন (২৬), একই জেলার সদর দক্ষিন থানার ধনপুর গ্রামের আমান উল্লাহর ছেলে মো. ওমর ফারুক (২৪) ও কোতোয়ালি থানার বারোপাড়া এলাকার বেল্লাল হোসেনের ছেলে মো. সাব্বির হোসেন (২৬)।

মঙ্গলবার সিদ্ধিরগঞ্জে চিটাগাংরোড বাসস্ট্যান্ডে জনতা পুস্পালয় নামক ফুলের দোকানের সামনে থেকে ওই ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। জব্দকৃত ফেনসিডিল এর দাম ছয় লাখ টাকা।

বিকেলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা মাদকদ্রব্য ফেন্সিডিল দীর্ঘদিন যাবৎ জ্ঞাতসারে নিজেদের হেফাজতে রেখে পারস্পারিক সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় পাইকারী বিক্রয় করে আসছে।

ধৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১৪(গ)/৪১ ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১১:৪৬ পূর্বাহ্ণ
  • ১৫:৩৯ অপরাহ্ণ
  • ১৭:১৮ অপরাহ্ণ
  • ১৮:৩৪ অপরাহ্ণ
  • ৬:১০ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: