মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন

জ্ঞানী চোর ধরা খুব কঠিন, জ্ঞানহীন চোর ধরা পড়ে যায় : মু. গিয়াসউদ্দীন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৩২ বার পড়া হয়েছে

 

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, পড়াশোনা করছো জ্ঞান অর্জন করার জন্য।

এতো অর্থ দিয়ে কেনো জ্ঞান অর্জন করি, কারণ ইহকাল ও পরকালের জন্য, অর্থাৎ অর্জিত জ্ঞান ব্যবহার করে, আমরা জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধ আনতে চাই।

অর্জিত জ্ঞান দুইভাবে ব্যবহার করা যায়। অর্জিত জ্ঞান, ভালো পথে ব্যবহার করা যায়, আবার খারাপ পথেও ব্যবহার করা যায়। কারণ জ্ঞানী চোর ধরা খুব কঠিন, জ্ঞানহীন চোর চুরি করলে ধরা পড়ে যায়। জ্ঞান, ভালো কাজে ভালো রেজাল্ট আর খারপ কাজে খারাপ রেজাল্ট।

সে জ্ঞান সর্বাধিক গুরুত্বপূর্ণ, যেখানে নিজেকে নিজে চেনা যায়, তোমাকে আমাকে সৃষ্টি করেছে তাকে চেনা। এটাই সব থেকে মূল্যবান জ্ঞানার্জন। এর চেয়ে মূল্যবান জ্ঞান কোথাও নেই। স্রষ্টার প্রতি বিশ্বাস স্থাপন করাই হলো একজন শিক্ষিত মানুষের সবচেয়ে মূল্যবান শিক্ষা।

বুধবার (২৩ অক্টোবর) সকালে সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন করে স্বাধীনতা পেয়েছি। যেসব ছাত্ররা এই আন্দোলন করলো এই ছাত্ররাই তো একদিন কর্মজীবনে যাবে, দুর্নীতিপরায়ন হবে। যাদেরকে হঠানো হলো তারাও তো শিক্ষিত ছিল। তাদের বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করলো কারণ তাঁরা নষ্ট হয়ে গিয়েছিলো।

খারাপ মানুষ ছিলো এই শিক্ষিত লোকেরা আর ধরিয়ে দিলো আমাদের ছাত্ররা। আমাদের চাইতে মহৎ গুন আমাদের ছাত্রদের। এই গুনটা যেন ধরে রাখে এতটুকুই চাই। ভালো ফলাফল করার আগে তোমাদের সবার আগে ভালো মানুষ হতে হবে। তা না হলে শিক্ষিত হয়ে কোনো দাম থাকবে না।

গিয়াসউদ্দিন আরো বলেন, এই প্রতিষ্ঠান থেকে তোমাদের এমনভাবে শিক্ষা গ্রহণ করতে হবে যেনো তোমরা একটি ব্রান্ডে পরিণত হও। তোমাদের দ্বারা যেনো মানুষের কোনো ক্ষতি না হয়। তোমাদের দ্বারা দেশের উপকার হয় এমন মানুষ হতে হবে।

অনেক শিক্ষিত ছেলেমেয়ে আছে যারা পড়ালেখা শেষ করার ভালো চাকরি পেয়ে মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। তারা হচ্ছেন ভালো জানোয়ার। তোমরা ভালো মানুষ হবে নাকি ভালো জানোয়ার হবে সে সিদ্ধান্ত তো তোমাদের। সেই লক্ষ্যে তোমাদের স্কুলজীবন থেকেই শিক্ষাগ্রহণ করতে হবে।

রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সরকারী আদমজী নগর এমডব্লিউ (মার্চেন্ট ওয়ার্কার) কলেজের অধ্যক্ষ অধ্যাপক নূর আক্তার, রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক (গণিত) মোহাম্মদ মবিনুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি,এম,সাদরিল, রওশন আলী, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, যুগ্ম-সম্পাদক আবুল হোসেন, সিদ্ধিরগঞ্জ দক্ষিন সরকারী প্রথমিক বিদ্যালয়ের জমি দাতা বিমল চন্দ কর্মকার পল্টু, সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের সভাপতি এস.এম নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন, সিদ্ধিরগঞ্জ দক্ষিন সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার, সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, পুজা উদযাপদন পরিষদ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি শিশির ঘোষ অমর কাজী মোস্তফা কামাল ও সুরুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানটির পরিচালনা করেন শিক্ষিকা শারমিন আফরুজা সুমা।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১১:৪৬ পূর্বাহ্ণ
  • ১৫:৩৯ অপরাহ্ণ
  • ১৭:১৮ অপরাহ্ণ
  • ১৮:৩৪ অপরাহ্ণ
  • ৬:১০ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: