শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর নির্দেশে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করলো পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে বৃক্ষরোপন কর্মসূচি পালন করলো বক্তাবলী ইউনিয়নের পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়।

রবিবার ( ২০ জুন) সকালে স্কুলের আঙিনায় ফলজ ও বনজ গাছের চারা লাগিয়ে এই বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক আওয়ামী লীগ নেতা, অত্র স্কুলের আজীবন দাতা ও সভাপতি মোহাম্মদ নাজির হোসেন।
প্রধান অতিথি একটি কাঁঠাল গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন। তিনি বলেন,দেশরত্ন,জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ‘যার যেখানে যতটুকু জায়গা পান, গাছ লাগান। সকল‌কে বৃক্ষ‌রোপনের পাশাপা‌শি নিজ ‌নিজ বা‌ড়ির আ‌ঙ্গিনায় ১ টি ক‌রে চারা গাছ লা‌গি‌য়ে জলবায়ু প‌রিবর্ত‌নের চ্যা‌লেঞ্জ মোকা‌বেলার আহবান জানান।

বৃ্ক্ষরোপন কর্মসূচি পালন করলো পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়

বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন, সহকারী প্রধান শিক্ষক নাসরিন আক্তার, সহকারী শিক্ষক আমিরুল ইসলাম,শিক্ষক প্রতিনিধি মো.জাহাঙ্গীর হোসেন, তাপস কুমার , জেসমিন আরা জুই.হোসাইন পাটুয়ারী, সানজিদা সুলতানা, অনুকূল রায়,প্রাণ গোপাল ভাওয়াল, মো. সাইফুল্লা লিটন সহ স্কুলের শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রী বৃন্দ।

বিশেষজ্ঞদের মতে, পরিবেশের ভারসাম্য ও সুষম জলবায়ুর প্রয়োজনে একটি দেশের মোট আয়তনের অন্ত ২৫ শতাংশ বনভূমি থাকা আবশ্যক। বৃক্ষহীনতার কারণে পৃথিবীর নতুন নতুন অঞ্চল মরুময় হয়ে পড়ছে। বিশ্বব্যাংকের মতে, বনের ওপর নির্ভরশীল বিশ্বের প্রায় ৫০ মিলিয়ন মানবজীবন সমস্যায় পড়তে পারে আগামী শতকের মাঝামাঝিতে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: