প্রিন্ট নারায়ণগঞ্জঃ ফতুল্লায় ৪ হাজার ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১’র সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলো- সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিন পাড়ার মোঃ রাজ্জাক খলিফার পুত্র মোঃ আজম খলিফা (৩৩), ফতুল্লা থানার পঞ্চবটীর সুরুজ্জামানের বাড়ীর ভাড়াটিয়া ইমাম (২৮) ও একই থানার ধর্মগঞ্জ চতলার মাঠের মোঃ পারভেজ আলমের পুত্র মোঃ শরিফ আহম্মেদ ওরফে হৃদয় (২৮)।
শনিবার (৩০ জুলাই) বিকেলে তাদের কে ফতুল্লা থানার রঘুনাথপুরস্থ পাসপোর্ট অফিস সংলগ্ন রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়।এ সময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে চার হাজার বিশ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল (নং- ঢাকা-মেট্রো- ল- ১৯-৬১২৯) উদ্ধার করে র্যাব-১১’র সদস্যরা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে ফতুল্লা থানায় সোপর্দ করেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে র্যাব-১১’র সদস্যরা ফতুল্লা থানার রঘুনাথপুরস্থ পাসপোর্ট অফিস সংলগ্ন মৌচাকগামী পাকা রাস্তায় অভিযান চালিয়ে মোটরসাইকেলরোহি মোঃ আজম খলিফা, ইমাম ও হৃদয় নামক তিন জনকে আটক করা হয়। এ সময় আটককৃতদের নিকট থেকে ৪ হাজার ২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব-১১’র সদস্যরা।