প্রিন্ট নারায়ণগঞ্জঃ পচা-বাসি খাবার সংরক্ষণ, কাচাঁ এবং রান্না করা খাবার একইসাথে সংরক্ষণ ও ফিন্নির গায়ে মূল্যের লেবেল না থাকার অপরাধে কাচ্চি ভাই রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২ আগস্ট) সকালে চাষাড়ার বালুরমাঠ এলাকায় নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে চেম্বার অব কমার্সের পরিচালক সোহেল আক্তার এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
অভিযান প্রসঙ্গে সেলিমুজ্জামান বলেন, কাচ্চি ভাই রেস্টুরেন্টকে ফ্রিজে পচাঁ বাসি খাবার সংরক্ষণ, কাচাঁ এবং রান্না করা খাবার একইসাথে সংরক্ষণ, কাপ ফিন্নির গায়ে মূল্য না দেয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ২০ হাজার ও ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।