শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন

শ্মশানের পুকুরের মাটি কবরে দেওয়ায় শামীম ওসমানের ক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩৮৪ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জঃ ওসমান পরিবারের পূর্বপুরুষের কবরে শ্মশানের মাটি দিয়ে উঁচু করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। এ সময় তিনি কবরগুলো পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সেখানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের শ্মশানের বাউন্ডারী দেয়াল ও ঘাট নির্মাণ কাজের ঠিকাদার মামুনকে ৪৮ ঘন্টা সময় দেন।

সোমবার (৯ আগষ্ট) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় মাসদাইর কবরস্থানে বাবা-মা-ভাই-দাদা-দাদীর কবর জিয়ারত করতে গিয়ে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

শামীম ওসমান বলেন, আমি গত ২৭ জুলাই চুনকা চাচার স্ত্রীর কবর জিয়ারতে এসে দেখলাম আমাদের পারিবারিক কবরস্থানের পাশে মাটি ছিলো কিন্তু কবরের উপরে না। কেনো জানি আজ আসতে মনে চাইলো, এসে দেখি আমার পরিবারের মৃত সদস্যদের কবরের উপরে শ্মশানের পোড়া মাটি দিয়ে ভরাট করে উচু করা হয়েছে। একজন মুসলমান কখনো চাইবে না শ্মশানের মাটি কবরস্থানে দেয়া হোক, তেমনি একজন হিন্দুও কখনো চাইবে না তার শ্মশানে করবস্থানে মাটি হোক।

শামীম ওসমান আরও বলেন, আমার দম বন্ধ হয়ে আসছে। এটা মানুষের কাজ হতে পারে না। ইবলিশ শয়তান মানুষকে দিয়ে এই কাজ করিয়েছে। শুধু আমাদের পারিবারিক কবরস্থানের জায়গায় না, পাশের অনেক কবরেও তারা এমনভাবে মাটি ফেলেছে যে সেখানে কবর ছিলো নাকি তা কেউ বলতে পারবে না। যারা এ কাজটা করেছেন বা করিয়েছেন তাদের কাছে আমার একটাই জিজ্ঞাসা, কী লাভ হল এটা করে। আমারা বাবা মা ভাই মারা যাওয়ার পর আমার যেমন কষ্ট হয়েছিল আজকে তার চেয়ে কোন অংশে কম কষ্ট হচ্ছে না।

সরকারদলীয় এই সাংসদ আরও বলেন, আমরা যে জায়গাগুলোতে বসে জিয়ারত করতাম সে জায়গাগুলোতেও শ্মশাসের পোড়া মাটি দিয়ে এমনভাবে ভরাট করে উচু করা হয়েছে যে সেখানে বসার সুযোগ নেই। যে ঠিকাদার কাজ করতে গিয়ে এমন নেক্কারজনক কাজ করেছেন, দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনেন। আমার ধৈর্যের পরিক্ষা নিবেন না। এটা টেস্ট কেস। তারা চেষ্টা করছে আমার মাথা গরম করে দেয়ার জন্য। আমি তাদের বলতে চাই আমার মাথা গরম হবে না। আমি শুধু আল্লাহর উপর ভরসা করি। এই সমস্ত পাপীদের আমি কেয়ার করি না।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের শ্মশানের বাউন্ডারী দেয়াল ও ঘাট নির্মাণ কাজের ঠিকাদার মামুন জানান, শ্মাশানে একটি ঘাট নির্মান করা হবে। ঘাটের বেজের কাজ করার জন্য মাটি উত্তোলন করে কবরস্থানের পাশে রাখা হয়েছে। বৃষ্টিতে মাটি গড়িয়ে গেছে। এটা অনিচ্ছাকৃতভাবে হয়েছে। আমি এগুলা সরিয়ে দেয়ার ব্যবস্থা করবো।

এ সময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শাহ নিজাম,শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাসান নিপু,যুবলীগ নেতা জানে আলম বিপ্লব সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: