প্রিন্ট নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ৷ শনিবার (২১ আগস্ট) রাতে ঢাকা থেকে তাকে আটক করে পুলিশ৷
রনিকে ফতুল্লা মডেল থানায় আনা হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান৷ তাকে গ্রেফতার দেখানো হবে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেননি ওসি৷
‘ছাত্রদল কিংবা তারেক রহমান চিন্তা করলে পুলিশের পোশাক খুলে নেয়া ওয়ান-টু’র ব্যাপার’, ছাত্রদলের এক কর্মসূচিতে এমন বক্তব্য দেওয়ার চারদিনের মাথায় আটক হলেন ছাত্রদল সভাপতি৷ গত ১৭ আগস্ট মাসদাইর এলাকায় বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের বাসায় ফতুল্লা থানা ছাত্রদলের এক কর্মসূচিতে তিনি ওই বক্তব্য রাখেন৷ এ নিয়ে গণমাধ্যমে লেখালেখি হলে বেশ আলোচনার জন্ম দেয়৷
উল্লেখ্য, ২০১৮ সালে নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাংসদ একেএম শামীম ওসমানকে চ্যালেঞ্জ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর নিখোঁজ হন ছাত্রদল নেতা মশিউর রহমান রনি। ওই বছরের ১৫ সেপ্টেম্বর ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে তার পরিবারের লোকজন। দুইদিন পর ১৭ সেপ্টেম্বর বিদেশী পিস্তল ও গুলিসহ তাকে গ্রেফতার দেখায় পুলিশ। তাকে একাধিকবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর আরও অস্ত্র উদ্ধার করে পুলিশ। ১৪১ দিন কারাভোগের পর ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি জামিন পান মশিউর রহমান রনি