প্রিন্ট নারায়ণগঞ্জঃ হেফাজতে ইসলামের ডাকা হরতালে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সহিংসতার ২টি মামলায় জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৪ আগস্ট) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ূন কবিরের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, সিদ্ধিরগঞ্জে হেফাজত সহিংসতার ২টি মামলায় ৭ দিন করে ১৪ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ২টি মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২২ আগস্ট রাজধানী ঢাকার মগবাজার থেকে মশিউর রহমানকে আটক করে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে সকালে তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তরের কথা জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান। তিনি বলেন, মশিউর রহমান রনির বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। ঢাকা থেকে তাকে আটকের পর সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। ওই থানায় তাকে হেফাজতের সহিংসতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
পরে সরকারি কাজে বাধা ও নাশকতার অভিযোগে করা তিনটি মামলায় মশিউর রহমান রনিকে আদালতে তোলা হয়। এ সময় দুটি মামলার শুনানি হয়নি। বাকি একটি মামলার শুনানিতে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করলে আদালত না নামঞ্জুর করে আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।