শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন

বক্তাবলী’র পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বক্তাবলীর পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ে কবিতা,গান ও বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের নিয়ে একটি কেক কাটা হয়।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে স্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের আজীবন দাতা সদস্য ও সভাপতি মোহাম্মদ নাজির হোসেন।

আলোচনা সভায় প্রধান অতিথি নাজির হোসেন তার বক্তব্যে বলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান শুধু নাম নয়, একটি জাগ্রত ইতিহাস। একটি স্বাধীন জাতিসত্তার জন্য অপরিমেয় অহঙ্কার। বঙ্গবন্ধু, বাঙালি এবং স্বাধীনতা একসূত্রে গাঁথা। বঙ্গবন্ধু ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর। তিনি গরিব-দুঃখী মানুষের প্রতি ভালোবাসা ও তাদের দুঃখ দূর করার প্রতিজ্ঞাই তাঁকে রাজনীতিতে নিয়ে আসে।আজ জন্মদিন তাকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি।

এসময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোস্তফা, সহকারী প্রধান শিক্ষক নাসরিন আক্তার, সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মো.জাহাঙ্গীর হোসেন, তাপস কুমার , জেসমিন আরা জুই.হোসাইন পাটুয়ারী, সানজিদা সুলতানা, অনুকূল রায়,প্রাণ গোপাল ভাওয়াল, মো. সাইফুল্লা লিটন সহ স্কুলের অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: