নিজস্ব সংবাদদাতা: খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও মদের লাইসেন্স প্রদানের প্রতিবাদে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার (০১ মার্চ) বাদ আছর নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল’র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আহমদ আলী।
প্রতিবাদী এই সভায় আরও উপস্থিত ছিলেন- খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, মুফতী আব্দুল গনী, আব্বাস সিকদার, সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক খন্দকার মুহাম্মাদ ইউনুস, জেলা বায়তুলমাল সম্পাদক আবু কাউসার সরকার, অফিস ও মিডিয়া সম্পাদক মুহাম্মদ শরীফ মিয়া, মহানগর ছাত্র বিষয়ক সম্পাদক মাইদুল ইসলাম, নাঈম হোসাইন মিশাল, ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক নাঈম ইসলাম প্রমূখ।
সমাবেশ শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে মিছিল শুরু হয়ে চাষাঢ়া চত্বর হয়ে মন্ডলপাড়া ঘুরে ডি. আই. টি. মসজিদের সামনে এসে শেষ হয়।