নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত স্থানীয় কয়েকটি পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে গত ৫ ও ৬ই জুন ফতুল্লায় জুয়ার ভোট বসানো নিয়ে উত্তেজণা সহ বিভিন্ন শিরোনামে সংবাদটিতে আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদের শিরোনাম ও বিষয়বস্তুতে আমাকে জড়িয়ে সংবাদটি মনগড়া, কাল্পনিক, ভিত্তিহীন ও বানোয়াট। একটি স্বার্থন্বেসী মহল আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে সাংবাদিক ভাইয়েরকে ভুল তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করিয়াছেন। উক্ত সংবাদে সত্যের সাথে বাস্তবের কোনো মিল নেই। আমি জীবনে মাদকের সাথে আপস করি নাই। উল্লেখ্য স্বপন নামের একটি ছেলেকে জড়িয়ে সংবাদ করা হচ্ছে। এই ছেলেটি একজন গার্মেন্টস কর্মী। এবং এই চক্রটি আমার থেকে আর্থিক সুবিধা লুটতে না পেরে একের পর এক মিথ্যা ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাই আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি। পরিশেষে সাংবাদিক ভাইদেরকে সংবাদ প্রকাশের পূর্বে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশ করার আহ্বান জানাচ্ছি। কেননা সাংবাদিকরা হলেন জাতির বিবেক, সমাজের আয়না। সম্মানিত সাংবাদিক বা সংবাদপত্রে যারা আছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করছি আপনারা সাংবাদিক থেকে সাংঘাতিক হইয়েন না। একজন সৎ সাংবাদিক যিনি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তাকে আমি সম্মান জানাই।
বিনীত
মোঃ আলাউদ্দীন