বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন

নগরীর নয়াপাড়া মোড়ে আলহাজ্ব আজমেরী ওসমান’র জন্মবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১২৬ বার পড়া হয়েছে
নিজস্ব সংবাদদাতা: জাতীয় পার্টির প্রবীণ নেতা মরহুম কাজী এজাজ উদ্দিন’র পুত্র কাজী ফয়সাল হোসেন জিকু ও ভাতিজা কাজী নুর ইসলাম পরশ’র উদ্যোগে প্রতি বছরের ন্যায় মাটি ও মানুষের প্রয়াত জননেতা নারায়ণগঞ্জ-৫ আসনের চার বার নির্বাচিত সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান’র পুত্র আলহাজ্ব আজমেরী ওসমান’র জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কেটে শুভ জন্মদিন পালন করেছে।
রবিবার (২৬ জুন) বাদ মাগরিব নয়াপাড়া মোড়ে কাজী’স কিচেন এ মিলাদ মাহফিল ও কেক কাটা হয়।
মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন- পাইকপাড়া জামে মসজিদের খতিব আজীম উদ্দিন। মোনাজাতে দেশ ও জাতির জন্য মঙ্গল কামনা করে দোয়া করা হয়। পরে পথশিশু ও রিক্সা চালকদের মাঝে তাবারকের তিনশত প্যাকেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী সমিতি ইউনিয়নের সভাপতি মোঃ মোজাম্মেল হক, নারায়ণগঞ্জ পৌরসভা ১৭ নং ওয়ার্ডের সাবেক কমিশনার বীর মুক্তিযুদ্ধা অলিউদ্দিন ভুঁইয়া, বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব কদের ভুঁইয়া, জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাজী মেফতা উদ্দিন জসীম, নারায়ণগঞ্জ জেলা অটোরিকশা চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জুলহাস উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক নিজাম উদ্দিন দেওয়ান, আলহাজ্ব শিরাজুল হক, বিশিষ্ট ব্যাবসায়ী তানভীর সরদার, আলহাজ্ব নাসিম ওসমান সমর্থন গোষ্ঠী নারায়ণগঞ্জ মহানগর ১৭নং ওয়ার্ডের আহ্বায়ক জাহিদুর রহমান সজীব, বিশিষ্ট ব্যাবসায়ী শাকিল হোসেন, পলাশ, সামী হোসেন, ইমরান দেওয়ান প্রমূখ।
এর আগে নাসিক ১৭নং ওয়ার্ডের পাইকপাড়া জামে মসজিদ, ভুঁইয়া পাড়া জামে মসজিদ, নয়াপাড়া জামে মসজিদ ও আমহাট্রা জামে মসজিদে বাদ আছর আলহাজ্ব আজমেরী ওসমান’র পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়।
এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: