নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের নাসিক ১৮নং ওয়ার্ডের শীতলক্ষ্যা কদমতলী এলাকায় পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া, বিসিক ও হাজীগঞ্জের ৩ টা স্টেশনের মোট ৭ টা ইউনিট যথাক্রমে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ২ ঘন্টা যথাযথ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) গভীর রাত শারমিন জুট বেলার্স’র গোডাউনে এ অগ্নিকাণ্ডের ভয়াবহ দূর্ঘটনাটি ঘটে।
ও-ই পাট গোডাউনের কর্মরত শ্রমিকরা জানান- সড়কের পাশেই সামনের গোডাউন হতে আগুনের মূল সূত্রপাত হয়। মূহুর্তেই তা ছড়িয়ে পড়ে। অতঃপর ফায়ার সার্ভিসকে জানালে তুরুক গতিতে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র সহকারী উপ-পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান- শারমিন জুট বেলার্স প্রতিষ্ঠানটি ৪ জন মালিক মিলে গোডাউন ভাড়া নিয়ে পাট মজুদ করে রপ্তানি করে থাকেন। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত তদন্তের পর বলা যাবে।
Like this:
Like Loading...