মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন

মোবাইল ছিনতাই করতে জনিকে খুন গ্রেফতার ২ জন

প্রিন্ট নারায়ণগঞ্জ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২৪৭ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জ :নারায়ণগঞ্জের চাষাড়ায় ছিনতাইকারী ছুরিকাঘাতে খুন হন জনি (২৪) নামে এক তরুন পোষাক কর্মী।তার কাছে ছিনিয়ে নেয়া মোবাইল ফোনটি তিনশো টাকায় বিক্রি করে দেয় ছিনতাইকারীরা।ওই মোবাইল সুএ ধরে দুই ছিনতাইকারীকে গ্রেফতার এ তথ্য জানান জেলা পুলিশের গোয়েন্দা শাখা( ডিবি) ।

মঙ্গলবার (১নভেম্বর) সকালে এক প্রেস ব্রিফিংয়ে দুই ছিনতাইকারীকে গ্রফতার পর এ তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

গ্রেফতার ২জন হলো শরীয়তপুর জেলার সখিপুরের সালাউদ্দিনের ছেলে সাগর ওরফে কুওা সাগর (২৩) ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কাউটাইলের মৃত মানু চানের ছেলে জয়চান ওরফে বিশাল
(২৪)। গত সোমবার দিবাগত রাতে ফতুল্লা থানার জামতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।তারা দুজনই একই এলাকায় ভাড়াবাসায় থাকতেন বলে জানায় পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের সদর থানার সার্কেলের ওসি আল মামুন বলেন,গোয়েন্দা তৎপরতা ও তথ্য প্রযুক্তি মাধ্যমে দুই ছিনতাইকারী গ্রেফতার করে ডিবি পুলিশ। হত্যাকান্ডে ব্যবহৃত সুইচযুক্ত ছুরি ও ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীরা ভেবেছিল ভিকটিমের কাছে অনেক টাকা পয়সা ও দামী মোবাইল পাবে।সেরকম কিছুই তারা পায়নি।ভিকটিমের কাছ থেকে ছিনতাই করা মোবাইল মাত্র তিনশ টাকায় বিক্রি করে দেয় ছিনতাইকারীরা।এ মোবাইলের সুত্র ধরে তাদের গ্রেফতার করা হয়।
ব্রিফিংয়ে এসপি গোলাম মোস্তফা রাসেল জানান কুষ্টিয়ায় নিজ ছুটিতে গিয়েছিলেন নিহত ওই তরুন।ঘটনার সময় ভোররাতে নারায়ণগঞ্জের চাষাড়ায় বাস থেকে নামেন ওই তরুন।হেটে বিসিকের দিকে যাচ্ছিলেন।চাষাড়ায় তিনি ছিনতাইকারী কবলে পরেন।এঘটনায় গ্রেফতার সাগর ওরফে কুওা সাগর একজন চিহ্নিত ছিনতাইকারী উল্লেখ্য করে এসপি বলেন শহরের চাষাড়া আট থেকে দশজনের ছিনতাইকারী রয়েছে ওইদলে নারীও আছে। ছিনতাইকারী দলকে নেতৃত্ব দেয় সাগর। এ এলাকায় কেউ কোন ছিনতাই করলে সবাই টাকার ভাগ সাগরকে দিতে হতো।ছিনতাইকারী এ চক্রটির অন্য সদস্যদের গ্রেফতারের জন্য পুলিশ। কাজ করছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: