সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন

ফতুল্লায় বিএনপি ২৮৪ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বিএনপির ২৮৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বাদী হয়ে শনিবার (২০ নভেম্বর) রাতে মামলাটি রজু করেছেন। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জাকির খানকে নারায়ণগঞ্জে আদালতে আনা-নেয়ার সময় রাস্তা অবরোধ করে গাড়ি ভাংচুর ও ককটেলের বিস্ফোরণ ঘটনানোর অভিযোগে মামলাটি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলায় আসামীদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম টিটু, ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল, বিএনপি নেতা নজরুল ইসলাম পান্না, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনির খান, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি পারভেজ মল্লিক, সদর থানা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক লিংরাজ খান, ছাত্রদল নেতা আতা ই রাব্বি, শাহাদাত, ফতুল্লা থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান দোলন মনিরুজ্জামান মুন্না, রিশিকেষ মন্ডল, মাহাবুব আলম, আবু বখতিয়ার সোহাগ, আহম্মেদ, ওলি ওরফে খোকন, মুসলিম, ইসলাম, হেদায়েত উল্লাহ, দীরক আহ খোকন,তানভীর, সেলিম ওরফে আঙ্গুল কাটা সেলিম, সোয়াদ, আরহাম, নিহান, মজিবর, শহিদুল মলি­ক, জয়নাল মলি­ক, ইফতেখার আহম্মেদ রাজু, ফয়সাল আহম্মেদ শান্ত, রাকিব আহম্মেদ রিয়াদ, ফাহাদ, শাহাদাত হোসেন, মোঃ ইসহাক, আব্দুল কাদের জ্বিলানী এবং অজ্ঞাতনামাসহ ২৮৪ জন। ফতুল­ মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের জানায়,

রোববার (২০ নভেম্বর) একটি মামলায় ঢাকার কারাগার থেকে নারায়নগঞ্জ আদালতে নিয়ে আসা হয়েছিলো সাবেক ছাত্রদল নেতা শীর্ষ সন্ত্রাসী জাকির খানকে। দুপুরে তাকে হাজিরা শেষে ঢাকায় নিয়ে যাওয়ার পথে বিএনপির ২ থেকে ৩ শত নেতা কর্মী ঢাকা-নারায়নগঞ্জ লিং রোডের জেলা পরিষদের সামনে রাস্তায় ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টিসহ বেশ কিছু গাড়ী ভাংচুর করে এবং টায়ারে অগ্নিসংযোগ সহ বেশ কয়েক ককটেল বোমার বিস্ফোরণ ঘটায়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: