সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:১০ পূর্বাহ্ন

ভাষা শহীদদের প্রতি না’গঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস কর্মকর্তাদের শ্রদ্ধা

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি :একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদেরকে স্মরণ করলো নারায়ণগঞ্জবাসী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনসহ সর্বস্তরের সাধারন মানুষ।

এদিকে, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আঞ্চলিক পাসপোর্ট অফিস নারায়ণগঞ্জ এর উপ-পরিচালক গাজী মাহমুদুল হাসান।

মঙ্গলবার (২১ফেব্রুয়ারি)একুশের প্রথম প্রহরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মাতৃভাষার অধিকার আদায়ে প্রাণ বলিদানকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস উপ-পরিচালক গাজী মাহমুদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন, উপ-সহকারী পরিচালক রোকনুজ্জামান, সুপার সুশান্ত সাহা,একাউন্টিং মোস্তফা কামাল, সহকারি মোঃ কামাল হোসেন, বাদল, গৌতম,শফিক,জাহিদসহ অনান্য কর্মকর্তারা।

পরবর্তীতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন উপলক্ষ্যে বিকেলের পর থেকেই নারায়াণগঞ্জ শহীদ মিনারের আশপাশ এলাকায় জলকামান ফায়ার সার্ভিস সহ বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। একুশের প্রথম প্রহরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠন ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: