শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন

রূপগঞ্জে ডিবি পরিচয়ে গরুর ট্রাক ডাকাতি, অস্ত্রসহ গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১৪৩ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে গরুর ট্রাক ডাকাতির ঘটনায় একটি পিস্তল ও ম্যাগজিনসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।  এসময় ডাকাতি হওয়া ১৯টি গরু ও একটি ট্রাক উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- তোফ মীর শাওন (৩৩), নাদিম হাসান আনিস (৩০), জুয়েল (২৯), কাউছার (৩০), ফরহাদ (২৬), মোজাম্মেল (২৬)। মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পিপিএম বার)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, সোমবার ভোররাতে রূপগঞ্জের গেলাকান্দাইল ইউনিয়নের এশিয়ান হাইওয়ে ফ্লাইওভারে ৭/৮ জনের একটি ডাকাত দল নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে পিস্তল ঠেকিয়ে গরুভর্তি ট্রাক নিয়ে চলে যায়। এঘটনায় গরু ব্যাবসায়ী জমির হোসেন সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের সূত্রধরে রূপগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে রূপগঞ্জের কর্নগোপ ও ডেমরা থানাধীন সারুলিয়া বাজার এলাকা থেকে  আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় এবং ডাকাতি হওয়া ১৯টি গরু ও একটি ট্রাক উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বিভিন্ন মহাসড়কে ডিবি পুলিশ ও র‌্যাব পরিচয়ে গরু ও মালবাহী ট্রাক এবং বিদেশ ফেরত যাত্রীদের ভয়ভীতি প্রদর্শন করে লুন্ঠন করে নিত তারা।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ডাকাতি ও অস্ত্র মামলা রজু করা হয়েছে। এছাড়াও তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে। 

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: