শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন

শীতলক্ষ্যার তীরে গড়ে ওঠা ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১১৮ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জ: শীতলক্ষ্যা নদী দখল করে গড়ে ওঠা ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। সংস্থাটির নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফ হাসানের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে নদীর দুই তীরে রূপগঞ্জ ও ডেমরা এলাকায় ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালিত হয়। এসময় নদী দখলকারী অবৈধ ১২টি ব্যবসায়িক প্রতিষ্ঠান, ১৫টি বাঁশের জেটি ও ৮ টি ড্রেজারের পাইপ এক্সকেভেটর দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়।
থানা পুলিশ, নৌ পুলিশ ও আনসার বাহিনীর সহায়তায় পরিচালিত এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো: শহীদুল্লাহ, উপপরিচালক ইসমাইল হোসেন ও সহকারী পরিচালক নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো, মারুফ হাসান জানান, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী শীতলক্ষ্যা নদীকে অবৈধ দখলমুক্ত করতে পুনরায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: