শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন

সুবিধাবঞ্চিত শিশু ও প্রতিবন্ধীদের মাঝে নারায়ণগঞ্জ বন্ধুসভার ঈদ উপহার বিতরণ

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১৪৩ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জ: সহমর্মিতার ঈদ একটি বন্ধুসভার উদ্যোগে প্রথম আলো নারায়ণগঞ্জ বন্ধুসভা সুবিধাবঞ্চিত শিশু ও প্রতিবন্ধীর মাঝে নতুন জামা ও ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় কালিবাজার এস কে নগর তথ্য সেবা কেন্দ্রে ঈদের সহমর্মিতার ঈদের নতুন পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ জেলার চানমারি,মাসদাইর, ইসদাইর, কাশিপুর, জল্লালপাড়,শিবু মার্কেট, বন্দর, চাষাড়া,আমলাপাড়া সহ জেলার একাধিক এলাকা থেকে ২৫ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন জামা ও তাদের পরিবার এবং ৫ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী পোলাও চাউল,চিনি, লাচ্চা সেমাই,ভার্মিসিলি সেমাই, গুড়া দুধ, তেল বিতরণ করা হয়।

এসময় পোশাক বিতরণ অনুষ্ঠানটি নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি মনিকা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নয়ন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রথম আলো বন্ধুসভা নারায়ণগঞ্জের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা নাগরিক কমিটির সভাপতি এড.এ বি সিদ্দিক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মজিবুল হক পলাশ।

আমার বাবারে কখনো দেখি নাই।আম্মাই আমারে কত কষ্ট কইরা মাইনসের বাসায় কাম কইরা খাওয়ায়।আম্মারে কইছিলাম একটা নতুন জামা কিননা দিতে এইবার ঈদে।প্রতি ঈদেই আমার বন্ধুরা নতুন জামা পড়ে কিন্তু আমি পড়তে পারি নাই।আজকা নতুন জামা পাইয়া আমি অনেক খুশি।এভাবেই বলছিলেন সিদ্দিক নামে ১১ বছরের এই শিশু বন্ধুসভার নতুন পোশাক পাঞ্জাবি পেয়ে।

ছেলের কথা শুনে সিদ্দিকের মা জোসনা বেগম কেঁদে ফেলেন।তিনি জানান ছেলের দুই বছর বয়সের পর তার স্বামী তাকে ছেড়ে আরেকটা মাইয়াকে বিয়ে নারায়ণগঞ্জে তাদের রাইখা চইলা গেছে।ছেলের আবদার কখনো পূরন করতে পারেনি।মাইনসের বাসায় কাজ কইরা খাইয়া কোন মত ছেলেকে মানুষ করছে।তবে এইবার ছেলেকে নিয়ে ভালোভাবে ঈদ পালন করতে পারবে বলে জানান জোসনা বন্ধুসভার ঈদ সামগ্রী পেয়ে।

তিন বছরের মোহনা নতুন জামা পেয়ে খুশি। তার মাকে বারবার জড়িয়ে ধরে বলছে মা মা আমার ঈদের জামা।এভাবেই বলছিলো মোহনা তার মাকে বন্ধুসভার সহমর্মিতার ঈদের নতুন পোশাক পেয়ে।সেই সাথে মাও খুশি মেয়ের পোশাক ও ঈদের খাদ্য সামগ্রী পেয়ে।

ঈদ সামগ্রী বিতরণ শেষে সুবিধাবঞ্চিত শিশু, তাদের পরিবার ও শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে নারায়ণগঞ্জ বন্ধুসভার বন্ধুরা ইফতার করে।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি আফরিন সুলতানা জেমী, সাব্বির আল ফাহাদ, উজ্জ্বল উচ্ছ্বাস, সহ-সভাপতি মোঃহাসানুজ্জামান, সাবেক সহ সভাপতি আফারাত বাপ্পি, যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক মোঃবেলায়েত হোসেন, জহিরুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক গাজী খায়রুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক জহির আলম রুবেল, অর্থ সম্পাদক মৌন লাকী, সাবেক ক্রীড়া সম্পাদক বোরহান উদ্দিন শান্ত, জেন্ডদার সমতা বিষয়ক সম্পাদক স্বর্ণলতা, দূর্যোগ ও ত্রান সম্পাদক শিউলি ফুল, মুক্তিযুদ্ধ ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ ইমরান নাজির, বইমেলা সম্পাদক আফদানা আক্তার, অরপিতা হোসেন, সদস্য ফাতেমা আক্তার মাহমুদা ইভা,নূর ইসলাম, সুমন, প্রথম আলোর নারায়ণগঞ্জ জেলার আলোকচিত্রী দিনার মাহমুদ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: