শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন

বেতন-বোনাসের দাবিতে ডিসি অফিসের সামনে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১৫৯ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জ: বকেয়া বেতন ও ঈদ বোনাস আদায়ের দাবিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুনলাক্স গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেছেন৷ মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় শ্রমিকরা চাষাড়া শহীদ মিনার থেকে মিছিল নিয়ে ডিসি অফিসের সামনে গিয়ে বিকেল ৪টা পর্যন্ত এ বিক্ষোভ সমাবেশ করেছেন।

মুনলাক্সের শ্রমিক মোসাম্মৎ রাণীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক এম এ শাহীন, সদস্য সচিব ইকবাল হোসেন, মুনলাক্সের শ্রমিক সাকিব, তৌহিদ মিলন ও রানু বেগম প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা বলেন, ঈদের আগে সকল কারখানা শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে পরিশোধের সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও কতিপয় মালিক তা মানছে না। সিদ্ধিরগঞ্জের মুনলাক্স এ্যাপারেলসের মালিক এখনো শ্রমিক কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধ করেনি। একের পর এক তারিখ দিয়ে যাচ্ছে। ফলে শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কয়দিন পর ঈদ শ্রমিকরা বেতন-বোনাস না পেয়ে দুঃশ্চিন্তায় দিশেহারা। নিরুপায় শ্রমিকরা বেতন-বোনাস আদায়ের দাবিতে ডিসি অফিসের সামনে বিক্ষোভ করতে বাধ্য হয়েছে।

তারা আরও বলেন, মুনলাক্সের মালিক দেশে প্রচলিত শ্রম আইন লঙ্ঘণ করে ঈদ মুহুর্তে বে-আইনি ভাবে কারখানাটি বন্ধ করে দিয়ে পাঁচ শতাধিক শ্রমিক কর্মচারীর জীবন হুমকির মুখে ফেলে দিয়েছে। শ্রমিকদের মার্চ মাসের বেতন ও কর্মচারীদের ৪ মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস এবং আইনগত পাওনাদী পরিশোধ না করে আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে। এতে শিল্পে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে এর দায়দায়িত্ব ওই কারখানার মালিক ও সরকারকেই নিতে হবে। শ্রমিকরা ঈদের আগে বকেয়া বেতন ও বোনাস না পেলে পরিবার পরিজন নিয়ে ঈদের দিনে তাঁদের না খেয়ে থাকতে হবে। ঘর ভাড়া ও বাকি দোকানের পাওনা পরিশোধ করতে পারবে না। চরম বিপদে পতিত হবে। ঈদের আগে তাঁদের বকেয়া বেতন ও ঈদ বোনাস আদায়ে মালিকের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল পদক্ষেপ নিতে হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: