রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন

নিরাপত্তায় আমরা আছি: নারায়ণগঞ্জের এসপি

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেছেন, ঈদে যারা গ্রামের বাড়ি যাবেন, বাড়িঘর ঠিকভাবে তালাবদ্ধ করে যাবেন। আপনারা নিরাপদে রেখে যান, আমরা নিরাপত্তায় আছি।

শুক্রবার (২১ এপ্রিল) মুঠোফোনে আলাপকালে নগরবাসীর উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

পুলিশ কর্মকর্তা বলেন, ঘরের দরজা-জানালা ঠিকমতো বন্ধ করে যান।

সম্ভব হলে পাশের প্রতিবেশীকে একটু খেয়াল রাখার অনুরোধ করবেন। আপনার ঈদ যেন শান্তির হয় ও ঘরবাড়ি যেন নিরাপদে থাকে সেজন্য আমরা বাড়তি ব্যবস্থা নিয়েছি।

পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে উল্লেখ করে এসপি বলেন, ঈদের ছুটিতে আমরা প্রতি বছরই পেট্রোলিং বাড়িয়ে থাকি। মার্কেট ও বড় শপিং মল কেন্দ্রিক এবং এলাকাভিত্তিক বাড়তি ফোর্স দিয়ে আমরা নিরাপত্তা জোরদার করব।

তিনি বলেন, দোকান মালিক সমিতির যারা আছেন এবং নাইট গার্ড যারা আছেন তাদের যেন নিশ্চিত করা হয় ডিউটিতে। পুলিশ তো আর বাড়ি বাড়ি যেতে পারবে না। কিন্তু সবার সাথে সমন্বয়ে কাজ করলে সবকিছু সম্ভব হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: