শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন

রূপগঞ্জে স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৬

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২০০ বার পড়া হয়েছে

রূপগঞ্জে একটি স্টিল মিলে লোহা গলানোর সময় ভাট্টি বিস্ফোরণে দগ্ধ হয়ে শংকর (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরো ৬ শ্রমিক দগ্ধ হন। গুরুতর অবস্থায় দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- গোলাম রব্বানী রাব্বি (৩৫), ইব্রাহিম (৩৫), ইয়াসিন (৩৫), আলমগীর (৩৩), মো. জুয়েল (২৫) ও নিয়ন (২০)। বৃহস্পতিবার (৪ মে) বিকেলে উপজেলার গাউছিয়া সাউঘাট এলাকার আরআইসিএল স্টিল মিলে এ ঘটনাটি ঘটে।

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্প (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আরআইসিএল স্টিল মিলের সুপারভাইজার হারুন উর রশিদ জানান,  কারখানার ভাট্টিতে লোহা গলানোর সময় হঠাৎ করেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে ৭ জন শ্রমিক গুরুতর দগ্ধ হন। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শংকরকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের সাব অফিসার শহীদ আলম বলেন, বিকেল তিনটায় ঘটনা ঘটলেও রহস্যজনক কারণে পুলিশ এবং ফায়ার সার্ভিসকে তারা অনেক পরে জানায়। যেখানে ঘটনা ঘটেছে সেখানে অগ্নি নির্বাপক কোন যন্ত্র দেখা যায়নি।

এছাড়া শ্রমিকরা যে ধরনের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করার কথা সেগুলো তারা ব্যবহার করেনি বলেও মিলস সূত্রে জানতে পেরেছি।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, এখন পর্যন্ত শংকর নামে একজন মারা গেছে। আরো ছয়জন দগ্ধ হয়েছেন হয়েছেন বলে সংবাদ পেয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: