নারায়ণগঞ্জ বিসিক এলাকায় অবস্থিত শাহী মসজিদের ইমামকে বিনা কারনে চাকুরিচ্যুত করার ঘটনায় ও মসজিদ কমিটি বাতিলেল দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) বিকাল সাড়ে ৩ টায় নারায়ণগঞ্জ নগরীর প্রেসক্লাবের সামনে মানববন্ধন এর আয়োজন করে বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জেম, আলেমবৃন্দ।
সিরাজুল উলুম আদর্শনগর মাদ্রাসার মুহতামিম মুফতী শেখ শাব্বীর আহমাদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, বায়তুল মুসলিম জামে মসজিদের ইমাম ও খতীব এবং চাষাঢ়া বাগে জান্নাত মাদ্রাসার মুহাদ্দিস মুফতী সিফাতুল্লাহ, আল-মদীনা জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী আবু মুসা, নুর মসজিদের ইমাম ও খতীব মাওলানা আলী আকবার, আল-আকসা জামে মসজিদের ইমাম মাওলানা মুস্তাফিজুর রহমান, বায়তুল জামাল জামে মসজিদের ইমাম মুফতী আব্দুশ শাকুর, এনায়েতনগর তালিমুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা রুকন আশরাফ, আদর্শনগর মাদ্রাসার শিক্ষাসচিব মুফতী মুঈনুল ইসলাম, শায়খ আবু তাওয়ামা সংসদের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম জামী, সহ-সভাপতি মাওলানা ইউসুফ সহ প্রমূখ।
মানববন্ধনে মুফতী শেখ শাব্বীর আহমাদ বলেন, নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীর শাসনগাঁও শাহী জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবু বকর সিদ্দিককে মসজিদের আংশিক কমিটি কর্তৃক অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি দীর্ঘ ৮ বছর যাবত মসজিদ টিতে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তাকে এভাবে চাকুরিচ্যুত করা ইমাম সমাজের জন্য লজ্জার। যা কিনা ইসলামি ফাউন্ডেশনর নিয়ম নিতি কে অপেক্ষা ও কারন দর্শানোর নোটিশ না দিয়ে তাকে অন্ন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে। আমরা ইমামকে পুনরায় বহাল ও মসজিদ কমিটি বাতিলেল দাবি জানাচ্ছি। এবং পাশা পাশি নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের হস্তক্ষেপ কামনা করে।