শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন

শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচনকে ভয় পায় -না.গঞ্জে রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১২৪ বার পড়া হয়েছে

 

বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন- ‘শেখ হাসিনা বলেছে আমি কাউকে ভয় করি না, আমি মৃত্যুকেও ভয় করি না। কিন্তু উনি সুষ্ঠু নির্বাচনকে ভয় পায়। উনি নিরপেক্ষ সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচনকে ভয় করে।’

মঙ্গলবার (২৩ মে) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত শহরের খানপুর হাসপাতাল এলাকায় গায়েবী মামলা ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, আজকে নাইকো মামলার বিচার শুরু করেছেন, এই নাইকো মামলার আসামী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে। তিনি রাষ্ট্রক্ষমতার জোড়ে তার নাম বাদ দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ আরও কয়েক জনের নাম দিয়ে বিচার শুরু করেছেন। এটা শেখ হাসিনার ইচ্ছা পূরণের বিচার। উনি আদালত নিয়ন্ত্রণ করেন, উনি পুলিশ, র‌্যাব নিয়ন্ত্রণ করে। উনাকে সবাই ভয় পায়। তার এই দানবীয় শক্তির বিরুদ্ধে লড়াই করছে বিএনপি।

রুহুল কবির রিজভী আরও বলেন, আমরা সত্যের পক্ষে আছি, ন্যায় আর আদর্শের পক্ষে আছি। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো, সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আমাদের মাঝে ফিরিয়ে আনবো। দেশ নায়ক তারেক রহমানকে আমরা ফিরিয়ে আনবো।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, জেলা বিএনপি নেতা এড. জাকির হোসেন, এড. সরকার হুমায়ুন কবির, মাসুকুল ইসলাম রাজিব,মাজহারুল ইসলাম জোসেফ,মশিউর রহমান রনি,আসলাম,হযরত আলী,
জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া ও মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না সহ অন্যান্য নেতাকর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: