শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন

মফফা সুমনের নীল ছোবলে ধ্বংস হচ্ছে যুব সমাজ

সাব্বির আহাম্মেদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন তল্লা এলাকায় সুমন ওরফে (মফফা সুমনের) মাদকের নীল ছোবলে ধ্বংস হচ্ছে যুব সমাজ। দিন দিন এর প্রভাব ব‍্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে তল্লা,খানপুর এলাকার প্রতিটি অলিতে-গলিতে। প্রতিনিয়ত এলাকার আনাচে -কানাচে বিক্রি হচ্ছে মাদক।

খোঁজ নিয়ে জানা যায়, এ সমস্ত মাদক দ্রব‍্যের মধ্যে রয়েছে, গাঁজা,ইয়াবা, ফেনসিডিলসহ মাদক। রকমারী মাদকের প্রতি তরুণদের আসক্তি বৃদ্ধি পাচ্ছে। প্রজন্ম থেকে প্রজন্ম বিধ্বংসকারী মাদকের বিস্তার সমাজে যেভাবে বৃদ্ধি পাচ্ছে সচেতন অভিভাবক মহল উদ্ধিগ্ন। মাদকাসক্ত সন্তানের কারনে এক একটি পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকাসক্ত সন্তানকে নিয়ে পরিবার গুলো দিশেহারা হয়ে পড়ছে।

তথ্যসূত্রে জানা যায়, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে ফতুল্লা থানাধীন তল্লা,হাজীগঞ্জ,ওয়াবদারপুলসহ বেশ কিছু এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য সাপ্লাই দিয়ে আসছে একাধিক মামলার আসামী মাদক ব্যবসায়ী সুমন ওরফে (মফফা সুমন)।

বিশেষজ্ঞদের ধারণামতে দেখা যায়, স্কুল -কলেজের শিক্ষার্থীরা ও মাদকাসক্ত হচ্ছে। যত্রতত্র চলছে মাদকের রমরমা বাণিজ্য। প্রতিনিয়ত রয়েছে নেশার আড্ডা, এর চাহিদা মেটাতে মাদকসেবীরা ক্রমেই নেমে পড়েছে অপরাধ জগতে। অনেক শিক্ষার্থী নেশার মোহে পড়ে সম্ভাবনাময় জীবনকে অনিশ্চয়তার মধ‍্যে ঠেলে দিচ্ছে।

এলাকাবাসী জানান,থানা পুলিশ মাঝে মধ্যেই খুচরা ব্যবসায়ীদের আটক করে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করলে আদালত তাকে ৭ দিন থেকে ৩মাস কারাদণ্ড প্রদান করেন। কারাভোগের পর তারা এসে আবারও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। উপজেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বেচাকেনা চলছে।

সচেতন মহল জানায়,থানা পুলিশ মাঝে মধ্যে খুচরা মাদক বিক্রেতাদের আটক করে নিয়মিত মামলাসহ ভ্রাম্যমাণ আদালতে লঘু শাস্থির ব্যবস্থা করলেও মহাজনী মাদক ব্যবসায়ীরা বরাবরই থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাহিরে। ফলে মাদকের মরন ছোবলে যুব সমাজ আজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। এই পরিস্থিতিতে উপজেলার অভিভাবকেরা তাদের সন্তানদের নিয়ে দুশ্চিতায় দিনাতিপাত করছে বলে অভিমত প্রকাশ করে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: