শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন

ফতুল্লায় শামীম ওসমানসহ ১৯২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৪৭ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জ: ছাত্র-জনতার আন্দোলনে সাইনবোর্ডে গুলিবিদ্ধ হয়ে মো. রিয়াজ নিহতের ঘটনায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১৯২ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মামলায় আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) নিহত রিয়াজের স্ত্রী ফারজানা বেগম (২৫) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম।

ফারজানা বেগম জানান, গত ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ডে পাসপোর্ট অফিসের সামনে গুলিবিদ্ধ হন রিয়াজ।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে আমরা খবর পেয়ে গিয়ে লাশ শনাক্ত করে নিয়ে আসি।

মামলার আসামিরা হলেন:
১। এ.কে. এম শামিম ওসমান (৬৪), পিতা- মৃতঃ এ.কে.এম শামসুজ্জোহা, সাং-১৯৯ নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া, নারায়ণগঞ্জ,

২। ইয়াসিন হাজী (৬২), পিতা- মূলফত আলী, সাং- মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ,

৩। আজমেরী ওসমান (৪৫), পিতা- মৃতঃ নালিম ওসমান, সাং- ১৯ নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া, নারায়নগঞ্জ,

৪। আলহাজ্ব মোঃ মজিবর রহমান (৭৮), পিতা- মৃতঃ রজ্জব আলী, সাং- মিজমিজি,

৫। অয়ন ওসমান (৩৭), পিতা- এ.কে.এম শামিম ওসমান, সাং- ১৯৯ নং নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া, নারায়ণগঞ্জ,

৬। সফিকুল ইসলাম (৪৫), পিতা- মৃতঃ শহিদ চেয়ারম্যান, সাং- মিজমিজি পশ্চিমপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ,

৭। পিয়ার আলী,

৮। আলীনূর, উভয় পিতা-আমিন উদ্দিন, সাং-কুটিরবন, ধামগড়, কুড়িপাড়া, বন্দর, নারায়ণগঞ্জ,

৯। জুলহাস, পিতা-ইয়াকুব আলী, সাং-কুটিরবন, ধামগড়, কুড়িপাড়া, বন্দর, নারায়ণগঞ্জ,

১০। মোঃ সুফিয়ান, পিতা- আঃ সামাদ, মিজমিজি পাগলা বাড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,

১১। পানি আক্তার (৩৮) পিতা- আবদুল করিম,

১২। মানিক মাষ্টার (৪৮) পিতা- মাইন উদ্দিন,

১৩। নূর উদ্দিন মিয়া (৫৫) (৪নং ওয়ার্ড কাউন্সিলর) পিতা- মৃত বদরউদ্দিন,

১৪। শাহজালাল বাদল (৪২) (৩নং ওয়ার্ড কাউন্সিলর) পিতা- নূর সালাম উভয় সাং-শিমরাইল, চিটাগাংরোড,

১৫। মোঃ শাহিন (৪৫), (আওয়ামী ক্যাডার), পিতা-কাঞ্চন মাষ্টার, সাং-ওয়াপদা কলনী, বৌ বাজার, থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ,

১৬। চাঁন মিয়া, বঙ্গবন্ধু কর্মজীবিলীগ চেয়ারম্যান, কেন্দ্রীয় কমিটি, পিতা-মৃত ফজর আলী, সাং- পাইনাদী সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,

১৭। সিব্বির, পিতা- মোতালেব, নারায়ণগঞ্জ মহানগর, সহ- সভাপতি, স্বেচ্ছাসেবকলীগ, হিরাঝিল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,

১৮। তাজিম বাবু, আওয়ামীলীগ নেতা, পিতা-অজ্ঞাত, প্রচার সম্পাদক- সিদ্ধিরগঞ্জ, থানা আওয়ামীলীগ, সাং- আটিগ্রাম, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,

১৯। ইকবাল (৫৫), পিতা- মোতালেব, নারায়ণগঞ্জ মহানগর, সহ-সভাপতি, স্বেচ্ছাসেবকলীগ, হিরাঝিল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,

২০। আমিনুল হক রাজু, স্বোচ্ছাসেবকলীগ সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা, পিতা-কাজিম ভূইয়া, মিজমিজি দক্ষিণ পাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ২১। মোঃ শরিফ, পিতা-সুন্দর আলী, যুবলীগ নেতা, সিদ্ধিরগঞ্জ থানা, সাং- মিজমিজি বাতান পাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,

২২। শাহ নিজাম (৫৬) (যুগা সম্পাদক-মহানগর আওয়ামীলীগ), পিতা- শাহ নূর উদ্দিন, সাং- চাষাড়া, নারায়ণগঞ্জ,

২৩। সামাদ ব্যাপারি (৫২) পিতা- আঃ মান্নান ব্যাপারি, সাং- পাইনাদী, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,

২৪। তানজিন কবির সজু (৪০) পিতা- মৃত হুমায়ুন কবির, সাং- কদমতলী, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,

২৫। রমজান, পিতা-গফুর, যুবলীগ নেতা, সি.আই খোলা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,

২৬। মোঃ ফারুক (৪০), পিতা- মৃতঃ মোঃ ফিরোজ মিয়া, সাং- কুড়িপাড়া, ২৭নং ওয়ার্ড, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ,

২৭। শুভ (৩৪), যুবলীগ ক্যাডার, পিতা-ইসমাইল, সাং- ২নং ওয়ার্ড, মিজমিজি দক্ষিণ পাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,

২৮। মোঃ খোকন (এল এক্স) (৩২), যুবলীগ ক্যাডার, পিতা-আলী, সাং- মিজমিজি, দক্ষিন পাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,

২৯। সীমান্ত (২৫), ছাত্রলীগ নেতা (প্রতিষ্ঠাতা টেনশনগ্রুপ), পিতা-শফিকুল ইসলাম, সাং-২নং ওয়ার্ড আব্দুল আলী পুল, মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,

৩০। এমদাদুল, পিতা-জয়নাল, কুটিরবন, ধামগড়, বন্দর, নারায়ণগঞ্জ, ৩১। নুরুল ইসলাম মেম্বার, পিতা-নাইমুদ্দিন মিয়া, কুটিরবন, ধামগড়, বন্দর, নারায়ণগঞ্জ,

৩২। মিজানুর রহমান মিলন (৪৩), পিতাঃ নিজাম উদ্দিন, সাং সুমিলপাড়া, আইলপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,

৩৩। মমিন, পিতাঃ শহীদুল্লাহ-দক্ষিন সুমিলপাড়া, আইলপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,

৩৪। (ছোট) হীরা, পিতাঃ আসলাম-দক্ষিণ সুমিলপাড়

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: