নিজস্ব প্রতিবেদক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজ সকালে পূর্ব চর গড়কূল উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় পূর্ব চর গড়কূল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও সকল শিক্ষকবৃন্দ।
রবিবার (২১ ফেব্রুয়ারী) সকালে পূর্ব চর গড়কূল উচ্চ বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন অত্র স্কুলের পর্ষদ, শিক্ষক -শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ। এসময় ছোট বড় সব বয়সের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান জানান। স্কুলের ছাত্র ছাত্রীরা নির্দিষ্ট পোশাক পরিধান করে লাইন ধরে খালি পায়ে হেঁটে শহীদদের বিনম্রভাবে শ্রদ্ধা জানায়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দ্বিতীয় পর্বে পূর্ব চর গড়কূল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো.আলাউদ্দিন মোড়ল, সাবেক ছাত্রলীগ নেতা শিক্ষানুরাগী পূর্ব চর গড়কূল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নাজির হোসন, প্রধান শিক্ষক মো.আমজাদ হোসেন, সহকারী প্রধান শিক্ষক নাসরিন আক্তার, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী অভিভাবক সদস্য হাজী মোস্তফা আশরাফ,আলের দিশারি যুব উন্নয়ন সংসদের সহ সভাপতি মেম্বার প্রার্থী আবু তাহের জাহাঙ্গীর।সভায় সঞ্চালনায় ছিলেন মো.জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের আহবায়ক কমিটির সদস্য মো.মনির হোসেন,আলোকিত বক্তাবলীর সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মিলন শেখ, জেলা ছাত্রলীগের সদস্য ইয়াছিন আহম্মেদ দোলন,মো.সৈকত সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।