নারায়ণগঞ্জ চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলায় নিহত ব্যক্তিদের স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও নিহত ব্যক্তিদের স্বজনেরা।
বুধবার (১৬ জুন) সকালে প্রথমে নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের পক্ষ থেকে সঞ্চৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও সেখানে ফুল দেন।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহমুদা মালা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু,যুবলীগ কর্মী রতন দাস, সদর থানা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সওদাগর খান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল প্রধান সহ আওয়ামী লীগ অঙ্গসংগঠনের বিভিন্ন নেতকর্মী ও নিহতের আত্মীয় স্বজন।
২০০১ সালের ১৬ জুন রাতে নগরের কেন্দ্রস্থল চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে সাংসদ শামীম ওসমানের পূর্বনির্ধারিত গণসংযোগ কর্মসূচি চলাকালে শক্তিশালী একটি বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন সাইদুল হাসান, আক্তার হোসেন, মোশারফ হোসেন, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন ভাসানী, সাইদুর রহমান মোল্লা, নজরুল ইসলাম, স্বপন চন্দ্র দাস, শওকত হোসেন, স্বপন দাস, এনায়েত উল্লাহ, পলি বেগম, হালিমা বেগম, আবদুল আলীম, শুক্কুর আলী, নিধুরাম বিশ্বাস, রাজিয়া বেগম, আবদুস সাত্তার, আবু হানিফ ও অজ্ঞাতনামা এক নারী।