নারায়ণগঞ্জ জেলা থেকে প্রকাশিত স্থানীয় একটি পত্রিকা দৈনিক ইয়াদ ও নিউজ পোর্টাল জাগো নারায়লগঞ্জ ২৪. কমে গত ৬ জুলাই প্রকাশিত সংবাদ শিরোনাম সোনারগাঁয়ে শীর্ষ মাদক সম্রাট সজীব অধরা, চলছে মাদক বিক্রি, ৭ জুলাই প্রকাশিত সংবাদ শিরোনাম সোনারগাঁয়ে যুবলীগ নেতার ব্যানারে শীর্ষ মাদক সম্রাট সজীব বেপরোয়া ও ৮ জুলাই প্রকাশিত সংবাদ শিরোনাম সোনারগাঁয়ের যুবলীগ সভাপতি নান্নুর আস্থাভাজন মাদক সম্রাট সজীব শিরোনামে প্রকাশিত সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদের শিরোনাম ও বিষয়বস্তুতে প্রকাশিত সংবাদটি মিথ্যা, মনগড়া, কাল্পনিক ও ভিত্তিহীন।একটি কুচক্রি মহল আমার সামাজিক, ব্যবসায়ীক, রাজনৈতিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করেছে।
এ ব্যাপারে মোগড়াপারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজীব জানান, প্রকৃতপক্ষে এক ড্রেজার ব্যবসায়ীকে ড্রেজার দিয়ে বাড়ি ভরাট করতে না দেওয়ায় তার সাথে আমার দ্বন্দের সৃষ্টি হয়। সে কারনেই সে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে সাংবাদিকদের দিয়ে মিথ্যা সংবাদটি প্রকাশ করিয়েছেন। আমি কোনোকালেই মাদক ব্যবসার সাথে জড়িত নই। আমার পরিবহন ব্যবসা ও কিছু গার্মেন্টস থেকে জুটের ব্যবসা করে আসছি। সোনারগাঁয়ের সর্বত্র ও সর্বমহলে রাজনৈতিকভাবে আমার যথেষ্ট সুনাম রয়েছে। একটি কুচক্রীমহল আমার সেই সুনাম, ক্ষুন্ন করতে, সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করতে ও ব্যবসায়ীকভাবে প্রতিপক্ষ মনে করে এবং কোনো ফায়দা হাসিল করতে না পেরে সাংবাদিকদের নিকট আমার বিরুদ্ধে নানাধরনের অহেতুক মিথ্যা, বানোয়াট ও কুরূচিপূর্ণ সংবাদ প্রকাশ করতে উঠে পড়ে লেগেছে। আমি প্রকাশিত এমন মিথ্যা, বানোয়াট ও কুরূচিপূর্ণ সংবাদগুলোর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে সাংবাদিক ভাইদেরকে যাচাইপূর্বক সঠিক সংবাদ প্রকাশ করতে অনুরোধ করছি।
অন্যথায়, আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।
নাজমুর রহমান সজীব
সাধারণ সম্পাদক
মোগড়াপাড়া ইউনিয়ন যুবলীগ
সোনারগাঁও, নারায়ণগঞ্জ।