বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দরা আর্তমানবতার সেবায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টারের উদ্বোধন করেন।
রোববার (১৮ জুলাই) বেলা ১১টায় কালিরবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই ভার্চুয়াল কনফারেন্সের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আবুল কালামের সভাপতিত্বে এই ভার্চুয়াল কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা ও কাউন্সিলর নির্বাহী পরিচালক জিয়াউর রহমান ফাউন্ডেশন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, ড্যাপ সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক ডা. আব্দুস সালাম।
এছাড়াও আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আবুল কালাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু।
আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ সভাপতি ফখরুল ইসলাম মজনু, রিয়াজুল ইসলাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কাউছার আশা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান, যোগাযোগ বিষয়ক সম্পাদক বরকত উল্লাহ বুলু, সহ-প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সাবেক ছাত্রদলের সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর বিএনপি নেতা মাসুদ চৌধুরী, জাহাঙ্গীর মিয়াজী, নজরুল ইসলাম সরদার, হারুন শেখ শওকত আলী লিটন, ফেরদৌসুর রহমান, আনোয়ার হোসেন, মহানগর যুবদল নেতা ফয়েজউল্লাহ সজল, মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনির মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক দুলাল হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।