প্রিন্ট নারায়ণগঞ্জঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদক উদ্বার, জঙ্গিদের আটক, অস্ত্র উদ্বার, বিভিন্ন জনগুরুত্বপূর্ণ মামলার আসামীদের গ্রেফতারসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই বাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকেই অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে জনসাধারণের পাশাপাশি থেকে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের যেকোন দুর্যোগ মুহূর্তে র্যাব সবসময়ে বন্ধু হয়ে জনসাধারণের পাশে দাঁড়িয়েছে।
এরই ধারাবাহিকতায় করোনাকালীন কঠোর লকডাউন এর সময় বর্তমান সামজিক প্রেক্ষাপটকে বিবেচনা করে কর্মহীন ও হত দরিদ্র মানুষের মাঝে দাড়াতে ব্যতীক্রমী উদ্যোগ গ্রহণ করে র্যাব-১১। কোভিড-১৯ উপলক্ষে হতদরিদ্র এবং কর্মহীন পরিবারের মাঝে ২৯ জুলাই নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর হরিজন কলোনী, তারাবো হরিজন কলোনী, বেদে পল্লি, হিজরা সম্পদায়, নৌকার মাঝী, এবং ভুলতা গাউছিয়া এলাকায় ৩ বেদে পল্লিতে সর্বমোট ৪০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।