শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন

সড়কে বাড়ছে যানবাহনের চাপ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ১৯৪ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জঃ ১ আগস্ট থেকে কঠোর বিধিনিষেধের বাহিরে থাকবে শিল্পকারখানা। ফলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যাত্রীদের চাপ বেড়েছে। বিশেষ করে গার্মেন্ট কর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। শনিবার (৩১ জুলাই) দুপুর ১২ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল ও সাইনবোর্ড মোড়ে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, গণপরিবহন বন্ধ থাকায় পায়ে হেঁটেই অধিকাংশ গার্মেন্টসকর্মী গন্তব্যে যাচ্ছেন। এদিকে সকালে মহাসড়কে ব্যক্তিগত গাড়ির চাপও দেখা গেছে।

সিদ্ধিরগঞ্জের শিমরাইলে নুসরাত আক্তার নামে গার্মেন্টসকর্মী জানান, আমি সোনারগাঁও থেকে ভ্যানে কাঁচপুরে আইছি। পরে হাঁটা শুরু করছি। ফতুল্লা যামু এখন।

সাইনবোর্ড মোড়ে লোকমান মিয়া নামে আরেক গার্মেন্টকর্মী জানান, তিনি ভোরবেলা শিল্পকারখানা খোলার খবর জানতে পেরেছেন। খবর পেয়েই কুমিল্লার দাউদকান্দি থেকে রওয়া হয়েছেন।
তিনি বলেন, গাড়ি চললে ভালো হইতো।আমি ভাইঙা ভাইঙা চিটাগাং রোড পর্যন্ত আইছি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, গার্মেন্টকর্মীরা ঢাকার দিকে আসতে শুরু করেছেন। তবে রাস্তাঘাটে তেমন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: