শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন

পাগলায় মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা

ফতুল্লা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ১৯২ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জঃ জলাবদ্ধতা, ইভটিজিং, মশার উপদ্রব, কিশোর গ্যাং সহ হাজারো সমস্যায় জর্জরিত ফতুল্লার পাগলা পশ্চিম শাহি মহল্লা (আকন গলি) বাসীর প্রধান সমস্যা মাদক। এখানে প্রকাশ্যে মাদক কেনাবেচা সহ সেবন করে থাকে। আর এই আকন গলিকে মাদক মুক্ত করতে ৩১ জুলাই শনিবার বিকেলে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে গঠিত হয়েছে পশ্চিম শাহি মহল্লা পঞ্চায়েত কমিটি।

৩১ জুলাই শনিবার বিকেলে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে হাজী আব্দুর রহমানকে সভাপতি ও ইমতিয়াজ আহম্মেদ কামালকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সদ্য বিলুপ্ত হওয়া কমিটির সভাপতি (সাবেক) সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা শেষে কমিটি ঘোষণা করা হয়।

নব গঠিত পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ কামাল জানান, মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কারণে আকন গলির নাম আকন পট্টিতে পরিচিত লাভ করেছে। পূর্ববর্তী কমিটি মাদকের অপব্যবহার রোধে কাজ করতে গিয়ে নানা বাধা এবং হুমকির শিকার হয়েছে। তাই মাদক নির্মূল বা মাদকের অপব্যবহার রোধে কাজ করতে পারেনি। নব গঠিত কমিটি সকল প্রকার ভয়ভীতি উপেক্ষা করে আকন গলিকে মাদক মুক্ত করবে।

সভায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত রহমানের উপস্থিতির বিষয়ে তিনি বলেন, সে দাওয়াত ছাড়ায় উপস্থিত হয়েছে। তাকে কোন কিছু বলার বা বক্তব্য দেওয়ার জন্য মাইক ও দেওয়া হয়নি।

উল্লেখ্য যে,সভায় আগত রহমানকে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে উপস্থিত এলাকাবাসীর সামনে ফতুল্লা মডেল থানার সাবেক ইনচার্জ আসলাম হোসেন এক অনুষ্ঠানে কান ধরে উঠ বস করিয়েছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: