প্রিন্ট নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা পাইপের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় বেশ কিছু ড্রেজারের পাইপ জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে থাকা জড়িত ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যায়।
শনিবার (৩১ জুলাই) দুপুরে বন্দরের বাগবাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরীন, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতে পেশকার আমিন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করা ড্রেজারের পাইপ বিচ্ছিন্ন করতে এই অভিযান চালাই আমরা। অভিযানে বন্দরের বাগবাড়ি এলাকায় একটি ড্রেজারের পাইপ লাইন বিচ্ছিন্ন করা হয়। মূলত নদী থেকে বালু উত্তোলন করে এই পাইপের মাধ্যমে সরিয়ে নিত অসাধু ব্যবসায়ীরা।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মহসীন বলেন, ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে আমরা স্থানীয়দের সহায়তা নিয়ে সংযোগ বিচ্ছিন্ন করতে সক্ষম হয়েছি। উপজেলা প্রশাসনের সঙ্গে এই ধরণের অভিযান আগামীতেও অব্যহত থাকবে।
উল্লেখ্য এর আগে ৩০ জুলাই নারায়ণগঞ্জের বন্দর ইউনিয়নের মীরকুন্ডি এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু তোলা এবং মাটি কাটার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ড্রেজারটি। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় এক যুবলীগ নেতার নেতৃত্বে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন করছিল একটি চক্র। বন্দর ইউনিয়নের মীরকুন্ডি, বালুচর, বিবিজোড়া এলাকায় নদের পাড় ও পাড়ঘেষা জমির মাটিও কাটছিল তারা। এতে অনেক কৃষিজমি ও স্থানীয় লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন।