শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ন

রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২১১ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দিয়ে ইট নিয়ে যাওয়াকে কেন্দ্র করে দই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। ২ আগস্ট সোমবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈশার এলাকায় ঘটে এ ঘটনা।

ইট ব্যবসায়ী গোলজার হোসেন জানান, সোমবার বেলা ১১টায় ইট ভাটা থেকে একটি ট্রলি ও লরি দিয়ে ইট বেঝাই করে নিয়ে যাবার সময় খৈশার এসটি ইটভাটার সামনের সড়কে বাধা দেয় একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ছাত্তারসহ তার লোকজন।

ট্রলির ড্রাইভার সজিব, লরির ড্রাইভার সজিব মিয়া, হেলপার সিয়াম ও শান্তকে মারধর করে তারা। দুপুর ১টার দিকে এ ঘটনার কারন জানতে গেলে ছাত্তারসহ তার সহযোগী সোহেল, ইয়াছিন, রনি, আরিফসহ ১০/১২ জন ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ী গোলজারের লোকজনের উপর হামলা করে।

একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে হারিজুল, ফয়সাল, ইয়াদুল, সিফাত, কামরুল, শাহজাহান, আরিফ, ইয়াছিন, গাফ্ফারসহ আরো ১১ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় রূপগঞ্জ থানায় গোলজার হোসেন বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ছাত্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হঠাৎ গোলজার হোসেনের লোকজন আমার অফিসের সামনে এসে কোন কারন ছাড়া আমার লোকজনের উপর হামলা করলে আমার লোকজনও তাদের উপর কিছুটা চড়াও হয়।

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এঘটনায় একটি অভিযোগ পেয়েছি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: