প্রিন্ট নারায়ণগঞ্জঃ বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার প্রয়াত চেয়ারম্যান পৌরপিতাখ্যাত আলী আহাম্মদ চুনকার সহধর্মিনী ও সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মা মোসাম্মৎ মমতাজ বেগমের মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন গীতা পাঠ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় মমতাজ বেগমের ছবি বসিয়ে তাতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
৪ আগস্ট বুধবার দুপুরে শহরের পশ্চিম দেওভোগ এলাকায় সাধু নাগ মহাশয়ের মন্দির প্রাঙ্গনে রুহী দাস মন্ডলের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথনন্দজী মহারাজ মরহুমার আত্মার শান্তি কামানায় মন্ত্রপাঠ করেন এবং নাগ মহাশয় মন্দিরের ভক্ত দর্শনাথীদের মধ্যে প্রসাদ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মরহুমা মমতাজ বেগমের মেয়ে জামাতা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল কাদির, বড় ছেলে আহাম্মদ আলী রেজা রিপন, ছোট ছেলে শহর যুবলীগের সেক্রেটারী আহাম্মদ আলী রেজা উজ্জল, সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, কবির হোসেন, শওকত হাসেম শকু, শাওন অঙ্কন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আদিনাথ বসু প্রমুখ।
প্রসঙ্গত গত ২৫ জুলাই বিকেলে বার্ধক্যজনিত কারণে শহরের পশ্চিম দেওভোগ এলাকায় নিজ বাসায় বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার প্রয়াত চেয়ারম্যান নগরপিতাখ্যাত আলী আহম্মদ চুনকার স্ত্রী ও সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মা মমতাজ বেগম (৭৩) ইন্তেকাল করেন। বাদ এশা বাড়ির পাশে বাইতুন নূর জামে মসজিদে মরহুমার নামাজে জানাযা শেষে মাসদাইর কবরস্থানে মরদেহ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৫ সন্তান সহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।