বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন

সয়াবিন তেলভর্তি মিনি ট্রাকে ২৮ কেজি গাঁজা উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৩৬ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কুমিল্লা হতে গাইবান্ধাগামী সয়াবিন তেলভর্তি একটি মিনি ট্রাক তল্লাশী করে ২৮ কেজি গাঁজা এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১১ হাজার ৮৯০ টাকা উদ্ধারসহ ২ জন মাদক পাচারকারীকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি টিম। গোপন সংবাদের ভিত্তিতে ৭ আগস্ট সকালে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত মাদক পাচারকারীরা হলো, চালক মোঃ লিটন (২৭) এবং হেলপার মোঃ লেবু (৩২)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করা হয়।

৭ আগষ্ট বিকেলে র‌্যাব-১১ এর উপ পরিচালক (মিডিয়া অফিসার) লে. কমান্ডার মাহমুদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মিনি ট্রাকের চালক মোঃ লিটন বগুড়া জেলার শাহাজাহানপুর থানাধীন সুজাবাদ দহপাড়া এলাকার মোঃ আঃ খালেক এর ছেলে এবং হেলপার মোঃ লেবু কুড়িগ্রাম জেলার সদর থানাধীন পাঁচগাছি বাজার এলাকার মোঃ শফি উদ্দিন এর ছেলে। গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে পণ্যবাহী মিনি ট্রাকের চালক ও হেলপার পেশার ছদ্মবেশ ধারণ করে অভিনব পদ্ধতিতে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে আসামীরা এরূপ অপতৎপরতা চালিয়ে আসছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: