প্রিন্ট নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া থেকে হত্যাচেষ্টা মামলার পলাতক প্রধান আসামি অনিক (২২) নামে যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১১ এর মিডিয়া অফিসার উপ পরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান।
তিনি বলেন,‘এর আগে রোববার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল শহরের মিশনপাড়া এলাকায় অভিযান চালিয়ে অনিককে গ্রেপ্তার করে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর মডেল থানার মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করে।
গ্রেপ্তার অনিক শহরের আমলাপাড়া মাছুয়াপাড়ার ইসলাম মিয়ার ছেলে।
র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী এজাহারনামীয় অন্যান্য আসামীদের পরস্পর যোগসাজশে গত ২৮ জুন ভুক্তভোগী মোঃ মাহতাব উদ্দিন জিকুকে (৩৪) হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে এলোপাথারী ভাবে আঘাত করে জখম করে এবং তার কাছে থাকা নগদ টাকা, মোবাইলসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
উক্ত ঘটনায় ভূক্তভোগীর বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামী অনিক (২২) ওই মামলার প্রধান আসামী। মামলা হওয়ার পর থেকে সে আত্মগোপনে চলে যায়।’