প্রিন্ট নারায়ণগঞ্জঃ ব্যাপক সমালোচনার পর অবশেষে কোভিড-১৯ এর টিকা নিয়েছেন নারায়ণগঞ্জের আলোচিত ধর্মীয় নেতা, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আউয়াল। সোমবার (৯ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের অস্থায়ী টিকাদান কেন্দ্রে কোভিড প্রতিষেধক গ্রহণ করেন তিনি৷
এর আগে কোভিডের টিকা নিয়ে বিভিন্ন সময় সমালোচিত বক্তব্য রেখেছেন মাওলানা আব্দুল আউয়াল। গত কয়েক জুমার নামাজের বয়ানে তিনি টিকা নিয়ে কথা বলেন। টিকার কার্যকরতা নিয়েও প্রশ্ন তোলেন। এ নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন সরকারি দলের নেতারা। সর্বশেষ কোভিড-১৯ প্রতিরোধ কমিটির সভায় মাওলানা আব্দুল আউয়ালকে গ্রেফতারের দাবি তোলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। রোববার ভার্চুয়ালি অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাতেও একই দাবি তোলেন সরকারি দলের এই নেতা।
টিকা নিয়ে আইন প্রয়োগকারী সংস্থা ও সর্বস্তরের জনগণের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আব্দুল আউয়াল বলেন, ‘সম্প্রতিকালে কোভিড-১৯ টিকা বিষয়ে আমার জুম`আর আলোচনা সঠিক ভাবে অনুধাবন না করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কতিপয় ব্যক্তি বিভিন্ন অনুষ্ঠানে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি দৃষ্টি করতে চাচ্ছেন। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।