প্রিন্ট নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের বাবা-মা ও অন্য স্বজনদের কবরে পার্শ্ববর্তী শ্মশানের পুকুরের মাটি এনে দেওয়া হয়েছিল৷ সাংসদের আপত্তির পর সেই মাটি অপসারণ করা হয়েছে৷
এর আগে সোমবার (৯ আগস্ট) দুপুরে মাসদাইরে কেন্দ্রীয় সিটি কবরস্থানে আসেন সাংসদ শামীম ওসমান। তিনি কবরস্থান মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও পুকুরের সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদারের সাথে কথা বলেন। শ্মশানের পাশের পুকুরের মাটি তার স্বজনদের কবরে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি গত ২৭ জুলাই আলী আহাম্মদ চুনকা সাহেবের কবর জিয়ারত করতে আসি। তখন সংস্কার কাজ চলছিল। আমার বাবা-মা এবং ভাইয়ের কবরের পাশে মাটিগুলো স্তুপ করে রাখা হয়েছিল। এই কবর আমি নিজের হাত দিয়ে বানিয়েছি। আমি যে জায়গায় দাড়িয়ে কথা বলছি তখনো এই জায়গাটি ৩ ফিট নিচে ছিলো। আমি কাউকে দোষারোপ করবো না, এই কাজটা সিটি করপোরেশনের তা আমি বলবো না। আমি মনে করি এই কাজটা কোনো মানুষ করতে পারে না। এটা ইবলিশ ওরফে শয়তান মানুষের মধ্যে প্রবেশ করে এই কাজটি করিয়েছে।’ এ সময় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে মাটি অপসারণের জন্যে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন শামীম ওসমান৷
সাংসদের এই নির্দেশনার পরপরই শ্রমিকদের মাধ্যমে মাটি অপসারণের কাজ শুরু করেন ঠিকাদারি প্রতিষ্ঠান আল মিজান কন্সট্রাকশনের মালিক মিজানুর রহমান। তিনি জানান, সন্ধ্যা নাগাদ কাজ শেষ হয়৷ কবর থেকে সকল মাটি অপসারণ করা হয়েছে৷ সেসব মাটি অন্যত্র রাখা হয়েছে৷