রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:১১ পূর্বাহ্ন

স্বজনদের কবরে গিলাফ ছড়ালেন শামীম ওসমান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২১১ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান শহরের কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে তার বাবা মা সহ স্বজনদের কবরে গিলাফ ছড়িয়েছেন। ১০ আগস্ট মঙ্গলবার দুপুরে দাদা খান সাহেব এম. ওসমান আলী, দাদী জামিলা ওসমান, বাবা আবুল খায়ের মোহাম্মদ সামসুজ্জোহা, মা নাগিনা জোহা ও বড় ভাই একেএম নাসিম ওসমানের কবরে এই গিলাফ ছড়ান।

এসময় তিনি কবরে আতর গোলাপ জলও ছিটিয়ে দেন। এর আগে তিনি কবরস্থান পরিদর্শন করে দেখেন মাটি সরানো হয়েছে কিনা।

গিলাফ ছড়ানো শেষে শামীম ওসমান বলেন, মানুষের মৃত্যুর পর কিছু থাকে না। এটা শেষ ঠিকানা। কাজটি কে করেছে জানি না। যারা এই কাজটি করেছে কিংবা করিয়েছে তাদের উদ্দেশ্য বলতে চাই এটা মানুষের শেষ ঠিকানা। এটা প্রথম যে ঘটনা ঘটানোর চেষ্টা করিয়েছিলো যে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা। নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জায়গা।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম ও শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু ও ফতুল্লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে দায়িত্বে থাকা মাসদাইর কবরস্থানে গিয়ে ওসমান পরিবারের সদস্যদের কবরস্থানে শ্মশানের পোড়া মাটি দেখতে পান শামীম ওসমান। এসময় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে সিটি কর্পোরেশনের ঠিকাদার মামুনকে ৪৮ ঘণ্টার সময় বেধে দেন মাটি সড়িয়ে নেয়ার জন্য।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: