নিজস্ব প্রতিবেদক : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী উপলক্ষে পূর্ব চর গড়কূল উচ্চ বিদ্যালয়ে আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ আগস্ট)সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন । আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুলের সভাপতি মোহাম্মদ নাজির হোসেন, স্কুলের শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থীরা।
বক্তব্যের শুরুতে মোহাম্মদ নাজির হোসেন শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘জাতির পিতা না থাকলে আমরা কখনো স্বাধীনতা পেতাম না। তাঁর নেতৃত্বেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অবদান এত যে বাংলাদেশের নাম বঙ্গবন্ধু রাখলেও তাঁর ঋণ কখনো শোধ হতো না। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে কাজ করে যাচ্ছেন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন, সহকারী প্রধান শিক্ষক নাসরিন আক্তার,
আমিরুল ইসলাম, মো.জাহাঙ্গীর হোসেন, মো.হোসাইন পাটুয়ারী, সানজিদা সুলতানা, অনুকূল রায়,প্রাণ গোপাল ভাওয়াল শিক্ষকবৃন্দ, মো আবু তাহের জাহাঙ্গীর মাদব, ছাত্রলীগ নেতা এমদাদুল হক মিলন শেখ সহ আরো অন্যান্য।
মিলাদ শেষে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে নৃশংসভাবে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।