প্রিন্ট নারায়ণগঞ্জঃ ফতুল্লার মাহমুদপুরে ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বুধবার (১৮ আগস্ট) রাতে তাদেরকে ফতুল্লা থানার মাহমুদপুরস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনের রাস্তা থেকে গ্রেফতার করে।
তাদের নিকট থেকে ১৫০ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৬ হাজার ৭ শত ৫০ টাকা উদ্ধার করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় অপর এক মাদক ব্যবসায়ী।
গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা জেলার কোতোয়ালি থানার শাসনগাছার আরেওরার লিপি মেম্বারের বাড়ীর রাব্বি মিয়া ওরফে রনির স্ত্রী বর্ষা আক্তার (২০) ও একই এলাকার পশ্চিম রেসকোর্সের মমিনের স্ত্রী লাকী বেগম (২০)।
থানা পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত বারোটার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক এসএম শামীম সঙ্গীয় ফোর্স সহ ফতুল্লা থানার মাহমুদপুরস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনের রাস্তায় অভিযান চালিয়ে বর্ষা আক্তার ও লাকী বেগমকে গ্রেফতার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় মাসদাইর এলাকার শুভ (৩৫) নামক অপর এক মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃতের নিকট থেকে পুলিশ ১৫০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ মাদক বিক্রির ৬ হাজার ৭শত ৫০ টাকা উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।