শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন

৯৩ বছরের ঐ‌তিহ্য মাউরার হোটেলের স্থান পরিবর্তন,

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৫৫৬ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জঃ খাবারের স্বাদ গন্ধ সেই পূর্বের মতোই রয়েছে, রয়েছে পূর্বের স্টাফ ও কর্মচারী। শুধু পাল্টে গেছে ভ্যানু। প্রায় শত বছরের ঐতিহ্যবাহী রেস্তোরাঁ মাউরার হোটেল এখন আধুনিক সংস্করণে এসেছে।

মিলাদ ও দোয়ার মধ্যদিয়ে শনিবার (২১ আগষ্ট) শহরের কালির বাজারের চাড়ারগোপ সংলগ্ন সেই ভ্যানুরই উদ্বোধন করা হলো।

সন্ধ্যা পৌনে ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত মিলাদ ও দোয়া হয়। এরপর অতিথিদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

হোটেলটির ব্যবস্থাপক সেলিম আহম্মেদ হেনার তত্বাবধায়নে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, বন্দর থানা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, জেলা মানবধিকার কাউন্সিলের সভাপতি ফয়জুদ্দিন লাভলু, বন্দর থানা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাখাওয়াত হোসেন খান, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. নুরুল হুদা, জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি এড. আলাউদ্দিন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান বাদল, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ডের কাউন্সিলর জমশের আলী ঝন্টু, আওয়ামী লীগ নেতা সুজিত সরকার প্রমুখ।

প্রসঙ্গত, আলী মোহাম্মদের হাত ধরে ১৯২৮ সালে হোটেলটি সূচনা হয়। তারপর থেকে এখন পর্যন্ত প্রায় ৯৩ বছর যাবত সুনামের সাথে ব্যবসা করে আসছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি শুরু হওয়া নারায়ণগঞ্জ রেল স্টেশনের উন্নয়ন কাজের জন্য হোটেলের ভ্যানু পরিবর্তন করতে হয়েছে। এই হোটেলের গরুর মাংসের ভুনা জেলার সকলস্তরের মানুষের কাছে বেশ জনপ্রিয়

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: