শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন

নামাজের জন্য প্রস্তুত করা হচ্ছে তল্লার সেই মসজিদ

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ২০৮ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জঃ ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহতের প্রায় এক বছর পর পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদ খোলার অনুমতি দেওয়া হয়েছে। ২৯ আগস্ট জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ মসজিদ কমিটির আবেদনে এই অনুমতি প্রদান করেন।

এদিকে মসজিদ খোলার অনুমতি পাওয়ার পর বাইতুস সালাত জামে মসজিদটি নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে। সোমবার (৩০ আগস্ট) দুপুর থেকে মসজিদের ভেতরে জমে থাকা পানি নিষ্কাশন এবং দ্বিতীয় ও তৃতীয় তলায় জমে থাকা ময়লা পরিষ্কার করতে দেখা গেছে।

স্থানীয়রা জানান, ২৯ আগস্ট (রোববার) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ কিছু শর্তের ভিত্তিতে মসজিদে নামাজ আদায়ের অনুমতি দিয়েছেন। সে আলোকে শুক্রবার জুমার নামাজ পড়ার ব্যবস্থা করা হচ্ছে।

শর্তে বলা হয়েছে, মসজিদে একাধিক দরজা রাখার ব্যবস্থা করতে হবে এবং আপাতত মসজিদটিতে শীততাপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্রের ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। বিদ্যুতের প্যানেল বোর্ড মসজিদ ভবনের বাইরে অথবা বারান্দায় বসাতে হবে। প্রতি তিন মাস পর পর অনুমোদিত প্রকৌশলী, এবিসি লাইসেন্সপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা পরীক্ষা করে রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। স্থানীয় বিদ্যুৎ বিভাগ কর্তৃক মসজিদের বিদ্যুৎ সংক্রান্ত সকল কার্যক্রমের সঠিকতা নিশ্চিত করতে হবে।

মসজিদের নিচে বা পাশে গ্যাসলাইন নেই অথবা গ্যাস লাইন সঠিক আছে মর্মে তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে প্রত্যয়নপত্র নিশ্চিত করতে হবে। মসজিদের প্রতিটি তলায় পর্যাপ্ত অগ্নিনির্বাপণ সরঞ্জামাদি রাখতে হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডসহ সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে মনিটরিং করাসহ এসব শর্তাবলি পালন নিশ্চিত করতে হবে।

এর আগে ২০২০ সালের ৪ সেপ্টেম্বর ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ অবস্থায় ৩৭ জনকে জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে একে একে ৩৪ জনই মারা গেছেন। এ ঘটনার পর থেকে মসজিদে নামাজ আদায় বন্ধ ছিল।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: