শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন

পলাশের নেতৃত্বে বিশাল শোক র‍্যালি

ফতুল্লা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪২ বার পড়া হয়েছে

প্রিন্ট নারায়ণগঞ্জঃ জাতীয় শোক দিবস উপলক্ষে বিশাল শোক র‌্যালি করেছেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহম্মেদ পলাশ। মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলের দিকে দেড়শ ট্রাকযোগ প্রায় দেড় সহস্রাধিক কর্মী সমর্থক নিয়ে এই র‌্যালি বের করেন তিনি।

আলীগঞ্জ লেবার হলের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের মণ্ডলপাড়া ঘুরে পুনরায় আলীগঞ্জ লেবার হলের কাছে গিয়ে তা শেষ হয়।

ফতুল্লা থানা আঞ্চলিক শ্রমিক লীগের ব্যানের বের হওয়া র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব আলম মান্নান। কাউসার আহম্মেদ পলাশের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেহেদী হাসান, দপ্তর সম্পাদক এটিএম ফজলুল হক প্রমূখ।

র‌্যালি বের হওয়ার পূর্বে পলাশ তার বক্তব্যে বলেন, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার বাইরেও সারা নারায়ণগঞ্জে ৩৪টি ট্রেড ইউনিয়ন করেছি। প্রতিটি ইউনিয়নই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য এই ইউনিয়নগুলো কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু বিশ্ব দরবারে দাঁড়িয়ে বলেছিলেন, একদিকে শোষণ আরেকদিকে শোষিত। আমি শোষিত মানুষের পক্ষে। এই শোষিত মানুষদেরকে নির্মমভাবে হত্যা করেছিলো শোষকেরা। স্বাধীনতা বিরোধী চক্ররা। যারা একাত্তরে পরাজিত শক্তি। তাদের প্রেতাত্মারা প্রতিশোধ নিতে ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো স্বপরিবারে। এই হত্যার মধ্য দিয়ে এই বাংলাদেশকে আবারও সেই পাকিস্তানের রূপ দেওয়ার জন্য বারবার চেষ্টা করেছিলো তারা। এই চেষ্টার অংশ হিসেবে বারবার ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করা হয়েছিলো।

কাউসার আহম্মেদ পলাশ জাতীয় শোক দিবসকে শক্তিতে রূপান্তরিত করে সকলকে শপথ গ্রহণ করে বঙ্গবন্ধর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে স্বাধীনতা বিরোধী চক্রকে প্রতিহত করার আহ্বান জানান। এবং বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে শেখ হাসিনার পাশে সকলকে ঐক্যবদ্ধভাবে থাকার অনুরোধ করেন শ্রমিক লীগের এই নেতা

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2020PrintNarayanganj  All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
%d bloggers like this: